IPL 2025 playoff Puzzle: প্রবল বৃষ্টির সম্ভাবনা, মুম্বই-দিল্লি ম্যাচ ভেস্তে গেলে প্লে-অফের অঙ্ক কী হবে?

Race to IPL 2025 playoffs: আবহাওয়া দফতরের পূর্বাভাস স্বস্তিতে রাখছে না ক্রিকেট প্রেমীদের। যদিও লিগ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য প্লে-অফের নিয়মও চালু করেছে বোর্ড। তাতেও গ্যারান্টি নেই, ম্যাচ করা যাবেই।

IPL 2025 playoff Puzzle: প্রবল বৃষ্টির সম্ভাবনা, মুম্বই-দিল্লি ম্যাচ ভেস্তে গেলে প্লে-অফের অঙ্ক কী হবে?
Image Credit source: BCCI

May 21, 2025 | 1:12 PM

প্লে-অফের লড়াইয়ে এখন মাত্র দুটি দল। দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি-মুম্বই আজ ওয়াংখেড়েতে মুখোমুখি হতে চলেছে। যদিও আশঙ্কা তৈরি হয়েছে ম্যাচ হওয়া নিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস স্বস্তিতে রাখছে না ক্রিকেট প্রেমীদের। যদিও লিগ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য প্লে-অফের নিয়মও চালু করেছে বোর্ড। তাতেও গ্যারান্টি নেই, ম্যাচ করা যাবেই। কী হবে যদি আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ ভেস্তে যায়?

মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্য দিকে, দিল্লি ক্যাপিটালসের ১৩ পয়েন্ট। কিন্তু নেট রান রেটে অনেকটাই এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। রাতের ম্যাচ। সূচি অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ। আজ থেকে লিগ পর্বের ম্যাচের জন্যও ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। যা এতদিন ৬০ মিনিট ছিল। অর্থাৎ সাড়ে সাতটায় ম্যাচ শুরু করা না গেলে পুরো ম্যাচ কমপ্লিট করতে হলে, অন্তত ৯.৩০টায় শুরু করলেও হবে। একান্তই তা না হলে, অন্তত ৫ ওভারের ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করা যেতে পারে রাত ১১.৫৬ অবধি। তাতেও শুরু করা না গেলে ম্যাচ ভেস্তে যেতে পারে।

ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে। সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের হবে ১৫ পয়েন্ট। আর দিল্লি ক্যাপিটালসের ১৪ পয়েন্ট। এরপরও দু-দলের একটি করে ম্যাচ থাকছে। আর দু-দলেরই শেষ ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এর মধ্যে দিল্লির ম্যাচটি আগে। অর্থাৎ শনিবার জয়পুরে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লি হারলে বিদায়, জিতলে অপেক্ষা করতে হবে ২৬ মে অবধি। অর্থাৎ দিল্লি যদি শেষ ম্যাচটি জেতে এবং পঞ্জাব যদি মুম্বইকে হারিয়ে দেয়, তবেই দিল্লি প্লে-অফে যেতে পারবে। আর যদি দিল্লি-মুম্বইয়ের আজকের ম্যাচের পাশাপাশি বাকি ম্যাচটিও ভেস্তে যায়, মুম্বই ইন্ডিয়ান্সই প্লে-অফে যাবে।