
কলকাতা: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত মাসে পহেলগাঁওয়ে জঙ্গিরা হত্যা করেছিল নিরীহ পর্যটকদের। অপারেশন সিঁদুরের মাধ্যমে এর জবাব দিয়েছে ভারত। দেশের নিরাপত্তায় একঝাঁক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছিল বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১৭ মে থেকে ফিরছে আইপিএল। এক সপ্তাহ স্থগিত থাকায় সূচিতে নানা বদল করতে হয়েছে। ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। নতুন সূচি অনুযায়ী ফাইনাল ৩ জুন। তেমনই ভেনুও কমানো হয়েছে। সব মিলিয়ে ৬টি ভেনুতে হবে আইপিলের লিগ পর্বের ম্যাচগুলি। ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও পরিবর্তিত সূচিতে নিশ্চিত করা হয়নি প্লে-অফ এবং ফাইনাল কোথায় হবে।
লিগ পর্বের বাকি ম্যাচের জন্য যে ছ’টি ভেনু বেছে নেওয়া হয়েছে তা হল-দিল্লি, জয়পুর, বেঙ্গালুরু, লখনউ, আমেদাবাদ ও মুম্বই। প্লে-অফ এবং ফাইনালের ভেনু নিশ্চিত না করা হলেও সূত্রের খবর, কলকাতায় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্লে-অফ আয়োজনের জন্য দিল্লিকে অন্যতম বিকল্প হিসেবে ভাবনা চিন্তা করছে বলে সূত্রের খবর। ফাইনাল আয়োজনের ভাবনা রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্লে-অফের ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। আইপিএল ফাইনালের দৌড়ে কেন নেই কলকাতার ইডেন গার্ডেন্স? এর অন্যতম কারণ মনে করা হচ্ছে আবহাওয়া। সে সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকেই। এমনকি ফাইনালের তারিখ অর্থাৎ ৩ জুন কলকাতায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণেই ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। আমেদাবাদ,দিল্লি এবং মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির। ফলে এই তিন ভেনুর মধ্যেই প্লে-অফ ও ফাইনালের সম্ভাবনা বেশি।