
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার শুরু ট্রফির লড়াই। প্রশ্ন জাগতেই পারে, এতদিন কি সেই লড়াইটা ছিল না? সেটা একটা ধাপ ছিল মাত্র। অনেকগুলো সুযোগ। একটা ম্যাচ হারলে ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল। এবার ছোট্ট ভুল মানে লড়াই থেকে ছিটকে যেতে হতে পারে। আবার অপেক্ষায় থাকতে হবে পরের মরসুমের। ১০ দলের টুর্নামেন্ট। এখন লড়াই চার দলের। আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফের সেই লড়াই। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি আরসিবি ও পঞ্জাব কিংস।
আজ জিতলেই কি ট্রফি নিশ্চিত? একেবারেই নয়। কিন্তু সরাসরি ফাইনালে। ট্রফির মাঝে বাকি থাকবে একটি মাত্র ম্যাচ। আজ হারলে আবার দ্বিতীয় কোয়ালিফায়ারের হার্ডল পার করতে হবে। পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলেই অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটাররা রয়েছেন। তারকাদের বাইরেও ট্রোজেন হর্স হয়ে উঠতে পারেন অনেকেই। দু-দলেই এমন দু-জন রয়েছেন যাঁরা আজ ম্যাচের রং বদলে দিতে পারেন। এই চারজনই স্পিনার।
আরসিবি শিবিরে এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন সূয়াশ শর্মা এবং ক্রুনাল পান্ডিয়া। মনে হতেই পারে, হঠাৎ সূয়াশ কেন? তারকা একেবারেই নন। এই লেগস্পিনার অতীতে কেকেআরেও ছিলেন। কোনও অর্থেই সফল বলা যায় না। এবারের আইপিএলেও আহামরি কিছু করতে পারেননি। সর্বসাকুল্য নিয়েছেন পাঁচ উইকেট। কিন্তু লিগ পর্বের ম্যাচে দেখা গিয়েছে স্পিনারদের জন্য সুবিধা রয়েছে মুল্লানপুরের এই মাঠে। স্কোয়ার বাউন্ডারি তুলনামূলক বড়। এটাই তাঁর জন্য অ্যাডভান্টেজ হতে পারে। প্রতিপক্ষ ব্যাটাররা অতি আক্রমণাত্মক হতে গিয়ে তাঁকেই না উইকেট দিয়ে বসেন। তেমনই আরসিবির বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার কথাও বলা যায়। তাঁকেও তারকা ধরা হয় না। অথচ এ মরসুমে বেশকিছু ম্যাচ উইনিং স্পেল করেছেন। প্রথম কোয়ালিফায়ারে আরসিবির বাজি বড় পান্ডিয়াও।
পঞ্জাব কিংস শিবিরেও দুই স্পিনারের কথা বলতে হয়। চোটের জন্য গত দু-ম্যাচে পাওয়া যায়নি যুজবেন্দ্র চাহালকে। ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে তাঁকে দেখে স্বস্তিতে থাকতেই পারেন কিংসের সমর্থকরা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রয়েছে এই লেগ স্পিনারের। দীর্ঘ সময় খেলেছেন আরসিবিতে। আজ আরসিবির প্রধান বাধা তাদের প্রাক্তনীই। সঙ্গে ভুললে চলবে না বাঁ হাতি স্পিনার হরপ্রীতের কথাও। দু-দলের ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ এই স্পিনাররা।