IPL 2025, PBKS vs RCB: শক্তি অনেক, পঞ্জাব-আরসিবির দুর্বল দিক কোনগুলি!
IPL 2025, Punjab Kings vs Royal Challengers Bengaluru: পঞ্জাব কিংস ও আরসিবির শক্তি অনেক কিছুই পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে দুর্বলতাও। পরিসংখ্যান ধরলে সেই দুর্বলতাগুলো চাপে ফেলতে পারে দু-দলকেই। একটু দেখে নেওয়া যাক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ এখন শেষ রাউন্ডে। আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলই দুরন্ত ছন্দে রয়েছে। তবে প্লে-অফের ম্যাচে কোনও দলকেই এগিয়ে পিছিয়ে রাখা যায় না। স্নায়ুর চাপ সামলে কোন দল ভালো খেলবে সেদিকেই নজর। পঞ্জাব কিংস ও আরসিবির শক্তি অনেক কিছুই পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে দুর্বলতাও। পরিসংখ্যান ধরলে সেই দুর্বলতাগুলো চাপে ফেলতে পারে দু-দলকেই। একটু দেখে নেওয়া যাক।
এই ম্যাচে পঞ্জাবের মূল শক্তি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ফর্ম। কিন্তু আরসিবির বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান পঞ্জাবের উইকপয়েন্টও বলা যায়। আইপিএলের এ মরসুমে ১০জন ব্যাটার পাঁচশোর বেশি রান করেছেন। রয়েছেন পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও। দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইকরেটও শ্রেয়সের। কিন্তু আরসিবির বোলারদের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যানও চাপে রাখার মতোই। টি-টোয়েন্টিতে আরসিবি পেসার জশ হ্যাজলউডের বিরুদ্ধে ১৯টি ডেলিভারিতে মাত্র ৯ রান, তিনবার আউট শ্রেয়স। আইপিএলে ভুবনেশ্বর কুমারও তিন বার আউট করেছেন শ্রেয়সকে। ক্রুনাল পান্ডিয়ার বোলিংয়ে একবার আউট হলেও খেলতে সমস্যায় পড়েছেন।
এবারের আইপিএলের অন্যতম ধারাবাহিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিংয়ে তাদের মূল শক্তি ওপেনিং জুটি। বিরাট কোহলি এবং ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির অন্যতম দুর্বল জায়গা সেই ফিল সল্ট! পঞ্জাব কিংসের তরুণ বাঁ হাতি পেসার টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা। আর তিনিই সল্টের প্রধান বাধা। অর্শদীপের বিরুদ্ধে এই ফরম্যাটে ৩২টি ডেলিভারি সামলেছেন ফিল সল্ট। এর মধ্যে ২৫ রান করেছেন মাত্র। সল্টকে চার বার আউট করেছেন অর্শদীপ।
তেমনই লখনউয়ের বিরুদ্ধে গত ম্যাচে আরসিবির ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া মায়াঙ্ক আগরওয়ালের পরিসংখ্যানও চিন্তার। পঞ্জাব কিংসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে সব মিলিয়ে ৪৫ বলে ৭২ রান করলেও ৬ বার আউট হয়েছেন মায়াঙ্ক।
