
গত কয়েক দিন ধরেই আলোচনায় যশস্বী জয়সওসাল। সেটি যদিও অন্য কারণে। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছাড়ছেন যশস্বী। আগামী মরসুমে তাঁকে গোয়ার হয়ে খেলতে দেখা যাবে। তাঁর এই সিদ্ধান্ত অবাক করার মতোই। নানা গুঞ্জনও চলছে। যে মুম্বই তাঁকে ক্রিকেট মানচিত্রে পরিচিতি দিয়েছে, জাতীয় দলের দরজা খুলে দিয়েছে, সেখান থেকেই সরছেন! এর পাশাপাশি আলোচনায় ছিল তাঁর ফর্ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের ওপেনার অবশেষে রানে ফিরলেন। মুল্লানপুরে নতুন রেকর্ড তৈরি হল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য যশস্বী জয়সওয়ালের।
পঞ্জাব কিংসের দুটি হোমগ্রাউন্ড। গত মরসুম থেকে মুল্লানপুরের নতুন স্টেডিয়ামে হোম ম্যাচ খেলছে তারা। এ ছাড়াও রয়েছে ধরমশালা। মুল্লানপুরের এই স্টেডিয়ামে আইপিএলে কখনও ২০০ প্লাস স্কোর হয়নি। রাজস্থান রয়্যালস সেখানেই ২০৬ রানের টার্গেট দিল পঞ্জাব কিংসকে! এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড ভাঙতে হবে পঞ্জাব কিংসকে। রাজস্থানের বোর্ডে এত রানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন যশস্বী।
ঘরের মাঠ হলেও অচেনা পরিস্থিতি। টস জিতে তাই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। এই মাঠ তাঁদের জন্য় পয়া নয়। এই ম্যাচেও কি অস্বস্তি হবে? টার্গেট যদিও বিশাল। রাজস্থানের ওপেনিং জুটির দুর্দান্ত শুরু। সঞ্জু ফিরলেও ক্রিজে থাকেন বাঁ হাতি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৯ ইনিংস পর অবশেষে হাফসেঞ্চুরি পেরোলেন যশস্বী। ৪৫ বলে ৬৭ রানে ফেরেন এই বাঁ হাতি ওপেনার।
আইপিএল কেরিয়ারে আরও একটা সেঞ্চুরি আসতে চলেছে, এই পরিস্থিতিও ছিল। এমন সময় লকি ফার্গুসনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড। মরসুমের প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে পঞ্জাব কিংস। গ্যালারিতে দেখা যায়নি কর্ণধার প্রীতি জিন্টাকে। হোম ম্যাচে গ্য়ালারি আলো করলেন প্রীতি। কিন্তু যশস্বীর ব্যাটিংয়ে তাঁর হাসি উধাও। লকি ফার্গুসন তাঁকে বোল্ড করতেই উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন প্রিটি ওম্যান। যদিও সেই উইকেটেও বড় টার্গেট গড়া থেকে আটকানো যায়নি রাজস্থানকে।