
কলকাতা: প্লে-অফ নিশ্চিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। হাতে বাকি রয়েছে এখনও দুটি লিগের ম্যাচ। এ বার লক্ষ্য থাকবে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়া। যাতে প্রথম কোয়ালিফায়ারেই খেলার সুযোগ হয় এবং একটা ম্যাচ জিতেই ফাইনালে যাওয়া যায়। সমস্যা ছিল বোলিংয়ে। কিছুটা হয়তো মিটতে চলেছে। প্লে-অফের আগে ‘আশীর্বাদ’ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! এমনটা কি বলা যায়? এ বারের আইপিএলের সবচেয়ে লম্বা বোলার! যাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
চোটের কারণে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, জশ হ্যাজলউডকে পাওয়া যাবে না। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে। একই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকারও বেশ কয়েকজন ক্রিকেটারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। স্কোয়াডে থাকা অনেক প্লেয়ারকেই আইপিএলের প্লে-অফে পাওয়া যাবে না। আরসিবি জশ হ্যাজলউডের পাশাপাশি পাবে না প্রোটিয়া পেসার লুনগি এনগিডিকেও। তাঁর পরিবর্তে প্লে-অফের জন্য নেওয়া হল জিম্বাবোয়ের পেস বোলিং অলরাউন্ডার ব্লেসিং মুজুরবানিকে। তাঁকে ৭৫ লক্ষ টাকায় আইপিএলের বাকি সময়ের জন্য দলে নিয়েছে আরসিবি। প্রোটিয়া বোলার লুনগি এনগিডি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে যোগ দিতে চলেছেন। তাই এই মরসুমের বাকি ম্যাচ গুলিতে তাঁকে আর পাচ্ছেন না বিরাটরা।
লিগে পর্বে আরসিবির পরবর্তী দুই ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এর আগেই দলের শক্তি বাড়াতে এই সংযোজন। তবে মুজুরবানি কবে ভারতে আসবেন বা তা এখনও স্পষ্ট নয়। ২২ থেকে ২৫ মে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে জিম্বাবোয়ের। টেস্ট স্কোয়াডে রয়েছেন মুজুরবানিও। আরও একটি বিষয়, ৩ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিম্বাবোয়ের আরও একটি ম্যাচ রয়েছে। সেই দিনই আবার রয়েছে আইপিএলের মেগা ফাইনাল। আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবোয়ের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার।
জিম্বোবায়ের এই তারকা আগে প্রথম বার আইপিএলে সুযোগ পেয়েছেন। মেগা অকশনে নাম লেখালেও কেউ নেয়নি। এর আগে লখনউ সুপার জায়ান্টসে নেট বোলার হিসেবে ছিলেন। জাতীয় দলের হয়ে অবশ্য ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। মূলত পেসার হলেও তাঁর ব্যাটিংয়ের হাতও দুর্দান্ত। খেলতে পারেন বড় শট। তাঁকে অলরাউন্ডারও বলা যায়। তাঁকে অবশ্য অস্থায়ী পরিবর্ত হিসেবে সই করানো হয়েছে।