Rishabh Pant-MS Dhoni: গত মরসুমের ধোনি! ইডেনে ঋষভ পন্থকে ঘিরে বিরাট প্রশ্ন
IPL 2025 KKR vs LSG, Eden Gardens: এটা কি তাঁর নিজের সিদ্ধান্ত? নাকি টিম ম্যানেজমেন্টই তাঁকে বলেছে এমনটা করতে! প্রথমে ব্যাট করে ২৩৮ রানের বিশাল স্কোর গড়ে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ঋষভ পন্থের সিদ্ধান্ত নিয়েই জল্পনা। ঠিক কী হয়েছে?

গত মরসুমের ধোনি হয়ে ওঠার চেষ্টা! লখনউ সুপার জায়ান্টস ক্য়াপ্টেন ঋষভ পন্থকে ঘিরে এমনই প্রশ্ন। তাঁর সিদ্ধান্ত অবাক করেছে। তেমনই জল্পনা। আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন লখনউ ক্যাপ্টেন? এটা কি তাঁর নিজের সিদ্ধান্ত? নাকি টিম ম্যানেজমেন্টই তাঁকে বলেছে এমনটা করতে! প্রথমে ব্যাট করে ২৩৮ রানের বিশাল স্কোর গড়ে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ঋষভ পন্থের সিদ্ধান্ত নিয়েই জল্পনা। ঠিক কী হয়েছে?
আইপিএলের মেগা অকশনে ২৭ কোটিতে পন্থকে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ব্যাট হাতে একেবারেই ভরসা দিতে পারেননি। প্রথম ম্যাচে ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। এই মরসুমে তাঁর সর্বাধিক স্কোর ১৫। বাকি সব ম্যাচেই এক অঙ্কের ঘরে ফিরেছেন। সবচেয়ে অস্বস্তির তাঁর আউটের ধরনগুলো। ঋষভকে কার্যত ফাঁদে ফেলে আউট করেছে প্রতিপক্ষ। সে কারণেই কি কেকেআর ম্যাচে নিজের ধারাবাহিক ব্যাটিং পজিশন চারে নামলেনই না ঋষভ পন্থ?
চারে নামানো হয় আব্দুল সামাদকে। লখনউ সুপার জায়ান্টসের বড় স্কোরের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মার্শ-পুরান। তা হলে কি পাঁচে নামবেন ঋষভ পন্থ? এমন জল্পনাও চলছিল। কিন্তু আব্দুল সামাদ আউট হতেই নামানো হয় ডেভিড মিলারকে। শেষ ওভারে দেখা যায় ব্যাটিংয়ের জন্য পুরোপুরি রেডি ঋষভ পন্থ। গত মরসুমে ধোনিকে দেখা গিয়েছিল শেষ দিকে কয়েকটি ডেলিভারির জন্য় নামতেন ঝড় তুলে মাঠ ছাড়তেন। হাতে গোনা ম্যাচে টপ অর্ডারের বিপর্যয়ে তাঁকে তাড়াতাড়ি নামতে হয়েছিল। এদিন ঋষভও কি এমন পরিকল্পনাই করেছিলেন? যদিও তাঁকেআর নামতেই হয়নি।
