
কলকাতা: আশা জাগিয়েও যেন ঘিরে ধরছে হতাশা। শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়িয়েছিল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংসের মতো দলকে দাপটের সঙ্গে হারিয়েছে। কিন্তু আমেদাবাদে ধাক্কা। বলা যায়, জোড়া ধাক্কা। একেই গুজরাটের বিরুদ্ধে ৫৮রানে হারতে হয়েছে দলকে। সঙ্গে বিশাল অঙ্কের জরিমানা রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের। কী এমন করলেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে নিয়ম বদল হয়েছে। এখন আর কোনও ক্যাপ্টেনকে স্লো-ওভার রেটের জন্য নির্বাসিত করা হবে না। কিন্তু বড় অঙ্কের জরিমানার নিয়ম বহাল রয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো-ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে। রাজস্থান শিবিরে এই নিয়ে দ্বিতীয়বার জরিমানার ঘটনা।
সঞ্জু স্যামসন কিপিংয়ের জন্য ফিট সার্টিফিকেট পাওয়ার আগে প্রথম তিন ম্যাচে রাজস্থানের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ছিলেন রিয়ান পরাগ। তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিয়ান। তাঁকেও এই জরিমানার মুখে পড়তে হয়েছিল। স্লো-ওভার রেটের জন্যই তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়। এই মরসুমে ইতিমধ্যেই একাধিক ক্যাপ্টেন এবং প্লেয়ারকে এই জরিমানার মুখে পড়তে হয়েছে। ক্যাপ্টেনের ক্ষেত্রে যেমন স্লো ওভার রেট। তেমনই ‘বিতর্কিত’ নোটবুক সেলিব্রশনের জন্য জরিমানা করা হয়েছে লখনউ সুপার জায়ান্টস স্পিনার দিগ্বেশ রাঠিকে।