IPL 2025, CSK: কচ্ছপ গতি! হাফসেঞ্চুরিতেও লজ্জার রেকর্ড বিজয় শঙ্করের

Apr 06, 2025 | 9:18 PM

IPL 2025, Chennai Super Kings: সবচেয়ে হতাশাজনক চেন্নাই ব্যাটিংই। টিম হিসেবে ক্লিক করতে পারছে না। যা চেন্নাইয়ের রেপুটেশনের সঙ্গে একেবারেই অচেনা। দিল্লি ম্যাচে লজ্জার রেকর্ডও গড়লেন চেন্নাই অলরাউন্ডার বিজয় শঙ্কর।

IPL 2025, CSK: কচ্ছপ গতি! হাফসেঞ্চুরিতেও লজ্জার রেকর্ড বিজয় শঙ্করের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কারও এই রেকর্ড নেই। অথচ এ বার চেন্নাই সুপার কিংসের ব্যাটিং চূড়ান্ত হতাশ করছে। প্রশ্ন উঠছে চেন্নাই কি মরসুমের সবথেকে মন্থর গতির দল? তাঁদের প্লেয়ারদের খেলার ধরন অবাক করার মতোই। এখনও অবধি যে কটা ম্যাচ হয়েছে, সবচেয়ে হতাশাজনক চেন্নাই ব্যাটিংই। টিম হিসেবে ক্লিক করতে পারছে না। যা চেন্নাইয়ের রেপুটেশনের সঙ্গে একেবারেই অচেনা। দিল্লি ম্যাচে লজ্জার রেকর্ডও গড়লেন চেন্নাই অলরাউন্ডার বিজয় শঙ্কর।

টপ অর্ডার ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারে। কোনও ব্যাটার সেট হতে পারলে এরপর গিয়ার শিফ্ট করাতেই নজর থাকে। কিন্তু বিজয় শঙ্করের ব্যাটিংয়ের গতি যেন কচ্ছপের মতো পরিস্থিতি। শুক্রবার চিপকে দিল্লি ক্যাপিটালসয়ের মুখোমুখি হয়েছিল চেন্নাই। হারের হ্যাটট্রিক করেছে পাঁচবারের আইপিএল জয়ী দল। তাতে হাফসেঞ্চুরি করলেও লজ্জার রেকর্ড গড়েছেন বিজয় শঙ্কর।

চেন্নাইয়ের অলরাউন্ডার এইবারের আইপিএলে দুটি ম্যাচ খেলেছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ রানে আউট। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে এই আইপিএলের সব থেকে মন্থর গতির অর্ধশতরান করেন বিজয় শঙ্কর। ৪৩ বল খেলে হাফসেঞ্চুরি। এ মরসুমে বলের নিরিখে মন্থর হাফসেঞ্চুরি রয়েছে চেন্নাই ওপেনার রাচিন রবীন্দ্রর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন। মন্থর অর্ধশতরানে তাঁকে ছাপিয়ে গিয়েছেন শঙ্কর। তালিকার তিনে যশস্বী জয়েসওয়াল। পঞ্জাবের বিরদ্ধে ৪০ বলে ৫০ করেছেন। তাঁর আইপিএল কেরিয়ারেও মন্থরতম। চার ও পাঁচে লিভিংস্টোন (গুজরাটের বিরুদ্ধে ৩৯ বলে) ও চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ (রাজস্থানের বিরুদ্ধে ৩৭ বলে)।