IPL 2025: “স্টার প্লেয়ার কিনি না, তৈরি করি…, ” প্লে-অফ থেকে ছিটকে বড় মন্তব্য রাজস্থান কোচের

Rajasthan Royals vs Mumbai Indians: কোচ হিসেবে প্রত্যাবর্তন হয়েছিল রাহুল দ্রাবিড়ের। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ। আইপিএলে দ্রাবিড়ের প্রত্যাবর্তন সুখকর হয়নি। রাজস্থানের কাছে বাকি ম্যাচগুলি এখন নিয়মরক্ষার।

IPL 2025: স্টার প্লেয়ার কিনি না, তৈরি করি...,  প্লে-অফ থেকে ছিটকে বড় মন্তব্য রাজস্থান কোচের
Image Credit source: BCCI

May 02, 2025 | 5:27 PM

কলকাতা: এ বারের মতো আইপিএলের প্লে-অফে পৌঁছানোর আশা শেষ রাজস্থান রয়্যালসের। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানের ব্যবধানে হেরে সব আশা শেষ রিয়ান পরাগদের। কোচ হিসেবে প্রত্যাবর্তন হয়েছিল রাহুল দ্রাবিড়ের। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ। আইপিএলে দ্রাবিড়ের প্রত্যাবর্তন সুখকর হয়নি। রাজস্থানের কাছে বাকি ম্যাচগুলি এখন নিয়মরক্ষার। তবে তারা জিতলে অন্য দলের সমস্যা এবং লাভ দুই-ই হতে পারে। প্লে-অফ থেকে ছিটকে গিয়েও রাজস্থান কোচিং টিমের এক সদস্যের কথায় অবশ্য আলোচনায়।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হার। প্লে-অফ থেকে ছিটকে গেলেও চূড়ান্ত হতাশ হতে নারাজ রাজস্থান শিবির। এ মরসুমে তাদের প্রাপ্তি কী? রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগ্নিকের বড় মন্তব্য। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর ২০২২সালে রানার্স। এ ছাড়া রাজস্থান রয়্যালসের সেই অর্থে কোনও সাফল্য নেই বললেই চলে। এ মরসুমে রাজস্থান রয়্যালসের রিটেনশন নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। জস বাটলার ও ট্রেন্ট বোল্টের মতো দুই সেরা ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়।

রাজস্থানের কোচিং টিমের সদস্য দিশান্ত বলেছেন, “বছরের পর বছর ধরে যখনই কোনও নতুন খেলোয়াড় আমাদের দলে এসেছে, তারা কোনও তারকা ছিল না। আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এসে তারকা হয়ে উঠেছে। আমরা আত্মবিশ্বাসী যে বর্তমান দলে থাকা তরুণরাও তারকা হয়ে উঠবে। তাদের তারকা বানাবো। আমরা সুপারস্টার কিনি না, বানাই। এটাই আমাদের ট্যাগলাইন। যেমন ধরুন বৈভব। ওর জন্য আমরা সবাই খুশি। আগামী দিনে এরাই স্টার হয়ে উঠবে। পরবর্তী কালে এরা থাকবে না, নতুনরা আসবে। এখন আমাদের কাছে বৈভব, যশস্বী, সঞ্জু স্যামসনরা রয়েছে। এই দল নিয়েই দক্ষতা প্রমাণ করব।”

দলের ফিল্ডিং প্রসঙ্গে দিশান্ত বলেছেন, “আমি এখানে আট বছর ধরে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছি। আপনি যদি ২০১৮ থেকে ২০২৩ অবধি পরিসংখ্যান লক্ষ্য করেন, আমরা সবসময়ই প্রথম তিনে ছিলাম। মাঝে মাঝে এমন একটি মরসুম আসে যখন নিয়মিত প্রচুর ক্যাচ মিস হয়। এটি সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই ঘটে। ক্যাচ নেওয়ার মতো এবং মিস করাও খেলারই অংশ।”