KKR, IPL: অভিষেককে কোচ করে নতুন অধ্যায়ে পা রাখল কেকেআর!

দীর্ঘদিন ধরেই কেকেআরের সঙ্গে জড়িয়ে আছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। তরুণদের কাছে ভীষণ গ্রহণযোগ্য। তরুণদের তুলে আনার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন ক্রিকেটারকেই যে কারণে সম্মান জানাল কেকেআর।

KKR, IPL: অভিষেককে কোচ করে নতুন অধ্যায়ে পা রাখল কেকেআর!
KKR, IPL: অভিষেককে কোচ করে নতুন অধ্যায়ে পা রাখল কেকেআর!Image Credit source: KKR X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2025 | 5:46 PM

রিঙ্কু সিং, হর্ষিত রানার মতো প্রতিভাবানদের খুঁজে এনেছিলেন। শুধু তাই নয়, এঁদের পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। শুধু তাই নয়, কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন রিজার্ভ বেঞ্চ তৈরির জন্য। সেই অভিষেক নায়ারকেই এ বার নতুন কোচ হিসেবে বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে ৩ বছরের চুক্তি ছিল দলের। তা শেষ হওয়ার পর থেকেই একঝাঁক কোচের নাম উড়ছিল বাতাসে। বিদেশি কোচের নামও শোনা যাচ্ছিল। কিন্তু নাইট শিবির ঘরের ছেলেকেই গুরুত্ব দিল।

দীর্ঘদিন ধরেই কেকেআরের সঙ্গে জড়িয়ে আছেন অভিষেক। তরুণদের কাছে ভীষণ গ্রহণযোগ্য। তরুণদের তুলে আনার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন ক্রিকেটারকেই যে কারণে সম্মান জানাল কেকেআর। ২০২৪ সালে আইপিএলজয়ী দলের কোচ ছিলেন গৌতম গম্ভীর। সেই দলে সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন। পরে ভারতীয় দলের ব্যাটিং কোচ হলেও তাঁকে পরে বাদ দেওয়া হয়। গতবার মাঝ মরসুমেই কেকেআর ফিরিয়ে নিয়েছিল অভিষেককে। সেই তাঁকেই ডাগআউটে এ বার দেখা যাবে কোচের ভূমিকায়।

দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, অভিষেক কোচ হওয়ায় দল হিসেবে কেকেআর আরও উন্নতি করবে। তাঁর কথায়, ‘২০১৮ সাল থেকে কেকেআরের কোচিং টিমের গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক। মাঠ ও মাঠের বাইরে দল ও প্লেয়ারদের তৈরিতে প্রচুর সাহায্য় করেছে। ম্যাচ তো বটেই, প্লেয়ারদের সঙ্গে ওর সম্পর্কও খুব ভালো। যার জন্য দল হিসেবে লাভ হয়েছে আমাদের। অভিষেককে কোচ করে কেকেআর নতুন অধ্যায়ে পা দিল।’