AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ম্যাক্সওয়েলকে নিতে ঝাঁপাবে কোন দল?

চলতি বছরে অলরাউন্ডার ম্যাক্সি থাকবেন আট ফ্র্যাঞ্চাইজির নজরে।

ম্যাক্সওয়েলকে নিতে ঝাঁপাবে কোন দল?
সৌজন্যে-টুইটার
| Updated on: Feb 17, 2021 | 7:33 PM
Share

চেন্নাই: ব্যাটে বলে বাজিমাত করতে ওস্তাদ গ্লেন ম্যাক্সওয়েল(Glenn Maxwell)। গতবার তিনি খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। চলতি বছরের আইপিএলে (IPL) কোন দলের হয়ে খেলবেন এখন সেটা দেখারই অপেক্ষা। এই অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। তাঁকে দলে টানতে হাড্ডাহাড্ডি লড়াই হবে চেন্নাইয়ে। আইপিএল ১৪-র মিনি নিলামে। এই নিলাম নামে মিনি হলেও আসলে তা নয়। ২৯২ জন তারকা ক্রিকেটার নিয়ে জমবে আইপিএল ১৪-র মিনি নিলামের আসর।

আরও পড়ুন: ঘটি-বাঙাল রসায়নই তাতাচ্ছে ব্রাইট-মার্সেলিনহোদের

চলতি বছরে অলরাউন্ডার ম্যাক্সি থাকবেন আট ফ্র্যাঞ্চাইজির নজরে। তবে তাঁকে দলে টানতে ঝাঁপাবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ধোনির চেন্নাই সুপার কিংসের মতো দল। ম্যাক্সওয়েল আইপিএলে মোট ৮২ ম্যাচে খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫০৫ রান। যার মধ্যে রয়েছে ৬ টি অর্ধশতক।

আরও পড়ুন: নাদালকে হারিয়ে ‘মিশন ইমপসিবল’ সিসিপাসের

বিরাটের আরসিবি (RCB) বারবার জয়ের কাছে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তাই তাঁদের দল ম্যাক্সওয়েলের মতো অল রাউন্ডার পেলে, সাফল্যের সম্ভাবনা বাড়বে। ৩৫.৪০ কোটি রয়েছে বিরাটদের ঝুলিতে। বড় কোনও তারকা ক্রিকেটারকে দলে টানতে যথাসাধ্য চেষ্টা করবে আরসিবি। জয়ের খরা কাটানোর লক্ষ্যে ভালো বোলারের খোঁজেও রয়েছে বিরাটের দল।

আরসিবি ছাড়া ম্যাক্সওয়েলকে নেওয়ার দৌড়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। গত বছরের মতো খারাপ পারফরম্যান্স অন্য কোনও বার করেনি সিএসকে। চেন্নাই টিমকে এগিয়ে নিয়ে যেত যে ক্রিকেটাররা তাঁরা সরে এসেছেন আইপিএল থেকে। গত বছর একেবারেই ছন্দে ছিল না ধোনির দল। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ম্যাক্সির মতো তারকাকে নেওয়ার চেষ্টা করবে ধোনির দল। ১৯.৯০ কোটি রয়েছে ধোনিদের খাতায়। তারা কি পারবে ম্যাক্সওয়েলকে দলে টানতে? প্রশ্নের উত্তর মিলবে কাল বিকেলে।