মুম্বই: আগামী আইপিএলে (IPL) বাড়তি দুটো টিমের ফ্র্যাঞ্চাইজি কারা কিনছে, জানা যাবে ১৭ অক্টোবর। ওই দিনই ই-বিডিং করার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। দরপত্র তোলার শেষ দিন ৫ অক্টোবর। এমনই জানাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ওই কর্তার কথা মতো, ‘১৭ অক্টোবর ই-বিডিংয়ের ভাবনা রয়েছে বোর্ডের।’
কিছু দিন আগে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছিল, গর্ভনিং কাউন্সিল ২০২২ সালের আইপিএলের জন্য নতুন দুটো টিমকে সংযুক্ত করতে চলেছে। ওই নতুন টিম ইচ্ছুক যে কোনও সংস্থা কিনতে পারে। তার জন্য ৩১ আগস্ট থেকে দরপত্র দেওয়া হবে। টিমের ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য সংস্থাগুলোকে যাবতীয় শর্তপূরণ করতে হবে। তবে, এও শোনা যাচ্ছে, ১৭ অক্টোবর দুবাইয়ে হতে পারে নিলাম। যার মাধ্যমে দুটো টিমের ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবে দরপত্র তোলা সংস্থা।
যা শোনা যাচ্ছে, ২ হাজার কোটি আইপিএলের একটা টিমের ফ্র্যাঞ্চাইজি কেনার নুন্যতম দাম বা বেস প্রাইস হবে। তারপর নিলামে উঠবে দর। সবচেয়ে তিনটে সংস্থা একজোট হয়ে কিনতে পারবে টিম। তবে, প্রতি সংস্থার আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। বার্ষিক টার্নওভার হতে হবে ৩ হাজার কোটি টাকা।
আমদাবাদ, পুনে ও লখনৌ— তিনটে জায়গার যে কোনও দুটো শহরকে নতুন দুটো টিমের জন্য বেছে নেওয়া হবে। বোর্ড সচিব জয় শাহ-র শহর আমদাবাদ থাকবেই, ধরেই নেওয়া হচ্ছে। আইপিএলের দুটো নতুন টিম কেনার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটা বহুজাতিক সংস্থা। যার মধ্যে আদানি গ্রুপ, আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, ফার্মা কোম্পানি টরেন্ট এবং একটি ব্যাঙ্কিং সংস্থা টিম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কোন সংস্থা শেষ পর্যন্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনতে পারল, তা জানা যাবে ১৭ অক্টোবর।
আরও পড়ুন: India Cricket: দল যখন পারফর্ম করছে, অধিনায়ক বদল হবে কেন: জয় শাহ