IPL BREAKING: কোটি টাকার সঙ্গে আইপিএলে এ বার ম্যাচ ফি! বোর্ডের বড় ঘোষণা

IPL 2025, BCCI: অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে প্রায় ২৫ কোটি টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলে অভিষেক হওয়া হাতে গোনা প্লেয়ার ছাড়া সকলেই কোটির বেশি পান। তার সঙ্গে যোগ হচ্ছে ম্যাচ ফি। তরুণ প্লেয়ারদের কাছে যা বিরাট প্রাপ্তি।

IPL BREAKING: কোটি টাকার সঙ্গে আইপিএলে এ বার ম্যাচ ফি! বোর্ডের বড় ঘোষণা
Image Credit source: Pankaj Nangia/Getty Images

Sep 28, 2024 | 8:58 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমের আগে বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। এ বার থেকে থাকবে ম্যাচ ফিও। প্রতিটি প্লেয়ারের সঙ্গেই ফ্র্যাঞ্চাইজির বিশাল অঙ্কের চুক্তি থাকে। সেই অঙ্কটা নেহাৎ কম নয়। অনেক আনক্যাপড প্লেয়ারও কোটি টাকায় দল পান। আর স্টার প্লেয়ারদের কথা তো আলাদাই। আইপিএলের গত সংস্করণের কথাই ধরা থাক। অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে প্রায় ২৫ কোটি টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলে অভিষেক হওয়া হাতে গোনা প্লেয়ার ছাড়া সকলেই কোটির বেশি পান। তার সঙ্গে যোগ হচ্ছে ম্যাচ ফি। তরুণ প্লেয়ারদের কাছে যা বিরাট প্রাপ্তি।

আগামী আইপিএল থেকেই ম্যাচ ফি চালু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন। ম্যাচ ফি হিসেবে প্লেয়াররা ভারতীয় মুদ্রায় ৭.৫ লক্ষ টাকা করে পাবেন। এটি তাঁদের চুক্তির অঙ্কের বাইরে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এর জন্য ১২.৬০ কোটি টাকা অনুমোদন করছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১০টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। নতুন নতুন প্লেয়াররা উঠে আসছেন। ভারতীয় বোর্ড ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়েছে। বার্ষিক কেন্দ্রীয় চুক্তি রয়েছে। এর সঙ্গে আইপিএলেও বড় সিদ্ধান্ত। আইপিএলের মেগা অকশনে টিম পেলে একটা বড় অঙ্কের চুক্তি তো হচ্ছেই, সঙ্গে প্রতিটি ম্যাচের জন্য বাড়তি টাকা। লিগ পর্বে ১৪টি ম্যাচ হয়। একজন প্লেয়ার যদি সব ম্যাচেই খেলার সুযোগ পান, তা হলে ১ কোটিরও বেশি টাকা আয় বাড়ছে তাঁর। অনেক তরুণের কাছে চুক্তির অঙ্কের চেয়ে ম্যাচ ফি থেকেও বেশি উপার্জন হতেই পারে!