Ishan Kishan: আইপিএলে ছেলের দাম শুনে হাসপাতাল এই ক্রিকেটারের বাবা

আইপিএলে ঈশান প্রথম বার খেলেছিলেন গুজরাত লায়ন্সের হয়ে। চেন্নাই সুপার কিংসে ও রাজস্থান রয়্যালস ২ বছর নির্বাসত থাকায় আইপিএলে নতুন টিম হিসেবে ঢুকে পড়েছিল পুনে ও গুজরাতের দল। সেই সময় আইপিএলে অভিষেক ঝাড়খণ্ডের কিপারের।

Ishan Kishan: আইপিএলে ছেলের দাম শুনে হাসপাতাল এই ক্রিকেটারের বাবা
ভারতীয় ক্রিকেটের নতুন তারকা ঈশানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 8:16 PM

মুম্বই: এ বারের আইপিএলে (IPL 2022) সব থেকে দামি ক্রিকেটার ঝাড়খণ্ডের ঈশান কিষান (Ishan Kishan)। ১৫ কোটি ২৫ লক্ষ কাটায় তাঁকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নিজের যোগ্যতা প্রথম দুটো ম্যাচে প্রমাণও করেছেন ঈশান। তবে টাকার জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ঈশান কিষানের বাবাকে। নিজেই সেই কথা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ব্যাটার ও উইকেটকিপার। সঞ্চালক গৌরব কাপুরের (Gaurav Kapoor) ওয়েব শো ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন-এর (BWC) নতুন সিজনে গিয়েছিলেন ঈশান। কলকাতা-মুম্বই ম্যাচের আগে প্রকাশ করা হয়েছে সেই ইন্টারভিউ। সেখানেই এই ঘটনার কথা জানিয়েছেন ঈশান। তবে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দর উঠেছে শুনে মূর্ছা জাননি ঈশানের বাবা। ঘটনা বেশ কয়েক বছর আগের। যে বার ঈশান প্রথম সুযোগ পেলেন মুম্বই ইন্ডিয়ান্সে।

আইপিএলে ঈশান প্রথম বার খেলেছিলেন গুজরাত লায়ন্সের হয়ে। চেন্নাই সুপার কিংসে ও রাজস্থান রয়্যালস ২ বছর নির্বাসত থাকায় আইপিএলে নতুন টিম হিসেবে ঢুকে পড়েছিল পুনে ও গুজরাতের দল। সেই সময় আইপিএলে অভিষেক ঝাড়খণ্ডের কিপারের। কিন্তু প্রথমবার তেমন একটা দাগ কাটতে পারেননি ঈশান। পাঁচটি ইনিংসে মাত্র ৪২ রান করেছিলেন তিনি। পরের বছর যদিও নিজের উপস্থিতি জানান দেন ঈশান। ‍১‍১ ইনিংসে খেলে ২৭৭ রান করেন ঈশান। সেই পারফরম্যান্সে ভর করেই রোহিত শর্মাদের নজরে চলে আসেন ঈশান কিষান। তার পরের বছরই মেগা নিলামে ৬ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সে বারই আইপিএলে ছেলের দাম শুনে রক্তচাপ বেড়ে গিয়েছিল ঈশানের বাবার।

ঠিক কী হয়েছিল? গৌরব কাপুরের শোয়ে ঈশান বলেন, “নিলামের সময় আমার টেনশন ছিল না। আমি বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলাম। খেলার মাঝেই এক দাদা ফোনে আমায় জানায় আমার দাম উঠেছে ৬ কোটি ২০ লক্ষ টাকা। ভালো লেগেছিল শুনে। ভাবলাম, বাড়ি গিয়ে বাবা মাকে খবরটা দেব। বাড়ি ফিরে দেখি মা ফোনে কথা বলছে। মুখ লাল হয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম বাবা কোথায়? মা বলল, বাবা হাসপাতালে গিয়েছে। হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়েছে বলে। তার পর শুনলাম, নিলামে আমার দাম শুনে নাকি বাবার রক্তচাপ বেড়ে গিয়েছিল। এখনও সেই ঘটনা ভুলতে পারিনি।” হাসি মুখেই ২০১৮ সালের ঘটনা বললেন ঈশান। ৬ কোটি টাকার কথা শুনে রক্তচাপ বেড়েছিল। এ বার কী হয়েছিল? না, এ বার আর তেমন কোনও ঘটনা ঘটেনি। বরং এ বার তাঁর দামটা যেন প্রত্যাশিতই ছিল ঈশান কিষান ও তাঁর পরিবারের সামনে।3

আরও পড়ুন : IPL 2022: আরসিবির কাছে হারার পর বড় ধাক্কা খেল সঞ্জুর পিঙ্ক আর্মি