IPL 2022: আরসিবির কাছে হারার পর বড় ধাক্কা খেল সঞ্জুর পিঙ্ক আর্মি
Nathan Coulter Nile: অজি তারকা ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করে রাজস্থানের পক্ষ থেকে তাঁকে বিদায় জানানো হয়েছে।
মুম্বই: চলতি আইপিএলটা (IPL 2022) বেশ কাটছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। পর পর দুটো ম্যাচে জিতেওছিল পিঙ্ক আর্মি। কিন্তু মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৪ উইকেটে হেরেছে সঞ্জুর দল। আর আরসিবির (RCB) কাছে মরসুমের প্রথম হারের পর বড় ধাক্কাও খেল রাজস্থান শিবির। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন পিঙ্ক আর্মির গুরুত্বপূর্ণ সদস্য নাথান কুইন্টার-নাইল (Nathan Coulter Nile)। রিহ্যাব প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যেতে হচ্ছে অজি তারকা ক্রিকেটারকে।
এ বারের আইপিএলে এখনও অবধি তিনটে ম্যাচ খেলেছে রাজস্থান। তার মাত্র ১টিতে খেলতে পেরেছিলেন নাথান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান এ বারের টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে (২৯ মার্চ) নেমেছিল। আর সেই ম্যাচে বল করার সময় অজি তারকার পায়ের পেশিতে টান লেগেছিল। এবং সেই ম্যাচে ৩ ওভার বল করে ৪৮ রান দিয়েছিলেন। তবে কোনও উইকেট পাননি। এর পর রাজস্থানের বাকি ২টো ম্যাচে আর নামতে পারেননি নাথান।
অজি তারকা ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করে রাজস্থানের পক্ষ থেকে তাঁকে বিদায় জানানো হয়েছে। এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে নাথানকে ২ কোটি টাকা দিয়ে কিনেছিল সঞ্জুর দল। রাজস্থানের টুইটারে এক ভিডিওবার্তায় দলের ফিজিও জন গ্লস্টার বিশেষ বার্তা দিয়েছেন নাথানকে। তিনি বলেন, “দুর্ভাগ্যবশত আমাকে ওকে বিদায় জানানোর কঠিন কাজটা করতে হচ্ছে। দলের কেউ বাদ পড়লে সেটা বড় ক্ষতি হয়। বিশেষ করে চোটের জন্য কেউ ছিটকে গেলে বেশি খারাপ লাগে। তুমি জানো, আমরা এই টুর্নামেন্ট জুড়ে তোমার সঙ্গে অনেক সময় কাটানোর অপেক্ষায় ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হচ্ছে না। কিন্তু তুমি আমাদের একটা বড় অংশ।”
পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের কাছ থেকে আপনার যা কিছু প্রয়োজন, তার জন্য আমরা সব সময় তোমার পাশে রয়েছি। তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব আমরা। সেটা যখনই হোক না কেন।”
Until we meet again, NCN. ?
Speedy recovery. ?#RoyalsFamily | #HallaBol | @coulta13 pic.twitter.com/XlcFUcTg5L
— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2022
আরও পড়ুন: KKR vs MI LIVE Score, IPL 2022: শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে মুম্বই
আরও পড়ুন: IPL 2022: ট্রাফিক জ্যামে আটকে এ কী করলেন সচিন তেন্ডুলকর? দেখুন ভিডিও