KKR vs MI, IPL 2022 Match 14 Result: মুম্বইকে ৫ উইকেটে হারাল কেকেআর

| Edited By: | Updated on: Apr 06, 2022 | 11:41 PM

Kolkata Knight Riders vs Mumbai Indians Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs MI, IPL 2022 Match 14 Result: মুম্বইকে ৫ উইকেটে হারাল কেকেআর
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স লাইভ।

আইপিএলের (IPL 2022) ১৪ নম্বর ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নাইট দলে দুটি পরিবর্তন। দলে আসেন প্যাট কামিন্স, রাশিখ সালাম। শিবম মাভির জায়গায় কেকেআর দলে অভিষেক সালামের। সাউদির জায়গায় প্যাট কামিন্স। মুম্বই দলে অভিষেক ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিসের। টিম ডেভিডের জায়গায় খেলছেন ব্রেভিস। দলে আসেন সূর্যকুমার যাদব। শুরুতেই ব্যক্তিগত ৩ রানে আউট মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ব্রেভিস আউট হন ২৯ রানে। প্যাট কামিন্সের বলে ১৪ রানে আউট ঈশান কিশান। একটা সময় চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব আর তিলক বর্মা দলকে বড় রানের পথে নিয়ে যান। হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার। শেষ ওভারে ৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস কায়রন পোলার্ডের। ২০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৬১ রান। শুরুতেই শ্রেয়স আইয়ার, রাহানের উইকেট হারিয়ে চাপে কেকেআর। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন বিলিংস, রানা, রাসেল। কিন্তু কামিন্স ঝড়ে উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১৫ বলে ৫৬ রানে অপরাজিত থাকলেন। ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকলেন ৫০ রানে।

Key Events

ম্যাচের সেরা কামিন্স

দ্রুততম হাফসেঞ্চুরি কামিন্সের। ১৪ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে লোকেশ রাহুলের সঙ্গে এক আসনে।

মুম্বইকে হারাল কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারাল কেকেআর। প্রথমে ব্যাটিং করে ১৬১ করে মুম্বই। ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কেকেআর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Apr 2022 11:40 PM (IST)

    ম্যাচের সেরা কামিন্স

    ব্য়াট হাতে ১৫ বলে ৫৬ রান। বল হাতে ২ উইকেট। ম্যাচের সেরা প্যাট কামিন্স।

  • 06 Apr 2022 11:03 PM (IST)

    দুরন্ত জয় নাইট রাইডার্সের

    মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারাল কেকেআর।

    • ১৫ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস কামিন্সের।
  • 06 Apr 2022 11:00 PM (IST)

    কামিন্স ঝড়

    ১৪ বলে হাফসেঞ্চুরি প্যাট কামিন্সের।

  • 06 Apr 2022 10:53 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে নাইটদের স্কোর ১২৭/৫।

    • জয়ের জন্য দরকার ৩০ বলে ৩৫ রান।
  • 06 Apr 2022 10:49 PM (IST)

    ভেঙ্কটেশের হাফসেঞ্চুরি

    মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান ভেঙ্কটেশ আইয়ারের। চলতি আইপিএলে প্রথম হাফসেঞ্চুরি ভেঙ্কটেশের।

  • 06 Apr 2022 10:42 PM (IST)

    রাসেল আউট

    মিলসের বলে ১১ রানে আউট আন্দ্রে রাসেল।

  • 06 Apr 2022 10:31 PM (IST)

    নীতীশ রানা আউট

    মুরুগ্গান অশ্বিনের বলে ৮ রানে আউট রানা

  • 06 Apr 2022 10:22 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৬৮/৩

    • ভেঙ্কটেশ আইয়ার খেলছেন ৩১ রানে
  • 06 Apr 2022 10:03 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৩৫/২

  • 06 Apr 2022 10:00 PM (IST)

    শ্রেয়স আউট

    কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ রানে আউট।

  • 06 Apr 2022 09:52 PM (IST)

    রাহানে আউট

    টিমাল মিলসের বলে ৭ রানে আউট অজিঙ্কা রাহানে।

  • 06 Apr 2022 09:16 PM (IST)

    ২০ ওভারের খেলা শেষ

    ২০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৬১/৪

    • সূর্যকুমার যাদব করেন ৫২ রান
    • তিলক বর্মা ৩৮ অপরাজিত
    • ৫ বলে ২২ রানের ঝোড়ো ব্যাটিং পোলার্ডের
    • ২টি উইকেট নেন প্যাট কামিন্স
  • 06 Apr 2022 09:08 PM (IST)

    সূর্যকুমার আউট

    প্যাট কামিন্সের বলে ৫২ রানে আউট সূর্যকুমার

  • 06 Apr 2022 09:03 PM (IST)

    হাফসেঞ্চুরি সূর্যকুমারের

    এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের।

  • 06 Apr 2022 08:51 PM (IST)

    ১৬ ওভারের খেলা শেষ

    ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৯৮/৩

    • সূর্যকুমার খেলছেন ৩১ রানে
    • তিলক খেলছেন ২০ রানে
  • 06 Apr 2022 08:24 PM (IST)

    আউট ঈশান কিশান

    প্যাট কামিন্সের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ আউট ঈশান কিশান। ব্যক্তিগত ১৪ রানে আউট ঈশান।

  • 06 Apr 2022 08:19 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৪ /২

    • ঈশান খেলছেন ১৪ রানে
    • সূর্যকুমার খেলছেন ৭ রানে
  • 06 Apr 2022 08:08 PM (IST)

    আউট ডিওয়াল্ড ব্রেভিস

    ২৯ রানে বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প আউট ব্রেভিস।

  • 06 Apr 2022 07:59 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষে মুম্বইয়ের স্কোর ৩৫/১

    ব্রেভিস খেলছেন ২১ রানে

    ঈশান খেলছেন ১০ রানে

  • 06 Apr 2022 07:43 PM (IST)

    আউট রোহিত শর্মা

    উমেশ যাদবের বলে ৩ রানে ক্যাচ আউট রোহিত শর্মা

  • 06 Apr 2022 07:16 PM (IST)

    নজরে দুই দলের এগারো

    একনজরে দুই দলের একাদশ

  • 06 Apr 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের

  • 06 Apr 2022 06:43 PM (IST)

    নাইট দলে যোগ প্যাট কামিন্সের

    কেকেআর শিবিরে যোগ দিলেন প্যাট কামিন্স।

Published On - Apr 06,2022 6:30 PM

Follow Us: