IPL 2022 LSG vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
আইপিএলে (IPL) বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি কেএলের লখনউ ও পন্থের দিল্লি।
মুম্বই: আইপিএল-১৫-র (IPL 2022) ১৪তম দিনে (৭ এপ্রিল, বৃহস্পতিবার), লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। টিম দিল্লি এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে। তাতে একটিতে জিতেছে পন্টিংয়ের দল। এবং অপরটিতে পৃথ্বীদের কপালে জুটেছে হার। দিল্লি ক্যাপিটালসের নেট রান রেট +০.০৬৫। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসরা এ বারের আইপিএলের তিনটি ম্যাচে খেলেছে। তার ২টিতে জয় ও ১টিতে হার জুটেছে আয়ুষ বাদোনিদের ভাগ্যে। পন্থদের থেকে এক ম্যাচ বেশি খেলায় লখনউয়ের নেট রান রেট দিল্লির থেকে কিছুটা বেশি রয়েছে। সুপার জায়ান্টসদের নেট রান রেট হল +০.১৯৩। ফলে আগামীকাল ডিওয়াই পাতিলে কোন দল জেতে সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি (৭ এপ্রিল) আগামীকাল, বৃহস্পতিবার হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের লড়াইয়ে উমেশের কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছেন চাহাল