IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপের লড়াইয়ে উমেশের কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছেন চাহাল

চলতি মরসুমে এখনও অবধি ১৩টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। মঙ্গলবার রাতে দুই রয়্যালের লড়াই ছিল। তাতে ৪ উইকেটে সঞ্জুর পিঙ্ক আর্মিকে হারিয়েছে দু'প্লেসি-বিরাটরা। এবং ওই ম্যাচে রাজস্থান হারলেও ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবং তিনি ঢুকে পড়েছেন আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ের প্রথম ৫ এ। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। তবে এখনও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন কেকেআরের উমেশ যাদব। এক নজরে ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

| Edited By: | Updated on: Apr 06, 2022 | 3:32 PM
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১৩টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১৩টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মঙ্গলবার তাঁর পুরনো দল আরসিবির বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২ টি উইকেট নিয়েছেন চাহাল। এবং এখনও অবধি তিনটি আইপিএল-১৫-র ম্যাচে খেলে মোট ১২ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছেন যুজি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মঙ্গলবার তাঁর পুরনো দল আরসিবির বিরুদ্ধে ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২ টি উইকেট নিয়েছেন চাহাল। এবং এখনও অবধি তিনটি আইপিএল-১৫-র ম্যাচে খেলে মোট ১২ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছেন যুজি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার সুবাদে পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান (Avesh Khan)। এখনও অবধি আবেশ ৩টি ম্যাচে খেলে ১১.৪ ওভার বল করে ৯৫ রান খরচ করেছেন। এবং ৭টি উইকেট নিয়েছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার সুবাদে পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান (Avesh Khan)। এখনও অবধি আবেশ ৩টি ম্যাচে খেলে ১১.৪ ওভার বল করে ৯৫ রান খরচ করেছেন। এবং ৭টি উইকেট নিয়েছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
 পার্পল ক্যাপের লড়াইয়ে পঞ্জাব কিংসের রাহুল চাহার (Rahul Chahar)। এখনও অবধি আইপিএলের ৩টি ম্যাচে ১২ ওভার বল করে ৬০ রান দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের লড়াইয়ে পঞ্জাব কিংসের রাহুল চাহার (Rahul Chahar)। এখনও অবধি আইপিএলের ৩টি ম্যাচে ১২ ওভার বল করে ৬০ রান দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
এই তালিকায় ৫ নম্বরে রয়েছেব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা। এখনও অবধি এ বারের আইপিএলের ৩টি ম্যাচে খেলে ৬টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১২ ওভার বল করে ৯২ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এই তালিকায় ৫ নম্বরে রয়েছেব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা। এখনও অবধি এ বারের আইপিএলের ৩টি ম্যাচে খেলে ৬টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১২ ওভার বল করে ৯২ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: