Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেললেন ইংল্যান্ডের ফিউচার ক্যাপ্টেন? নির্বাসিত হতে পারেন আইপিএলে

IPL 2025, Delhi Capitals: এর আগে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বহু এমন ঘটনা দেখা গিয়েছে, যেখানে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। ফলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়েছে। এ বার তাই বোর্ডের পক্ষ থেকে কড়া নিয়মের কথা জানানো হয়েছে।

IPL 2025: দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেললেন ইংল্যান্ডের ফিউচার ক্যাপ্টেন? নির্বাসিত হতে পারেন আইপিএলে
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 1:10 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। গত কাল ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বিরতি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা মুখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। আগামী ২২ মার্চ শুরু আইপিএলের নতুন সংস্করণ। উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেললেন হ্যারি ব্রুক। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইংল্যান্ডের ‘ফিউচার’ ক্যাপ্টেনের। যার জন্য নির্বাসনের কবলেও পড়তে হতে পারে।

আইপিএলের মেগা অকশনে তাঁরে ৬.২৫ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইসের চেয়ে তিনগুণ দামে নেওয়া হ্যারি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বহু এমন ঘটনা দেখা গিয়েছে, যেখানে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। ফলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়েছে। এ বার তাই বোর্ডের পক্ষ থেকে কড়া নিয়মের কথা জানানো হয়েছে। এমনকি গুরুতর চোট ছাড়া, কোনও প্লেয়ার সরে দাঁড়ালে তাঁকে আইপিএলে ২ বছরের জন্য নির্বাসিতও করা হতে পারে।

ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি এ বারের আইপিএলে খেলবেন না। আপাতত তাঁর বিশ্রাম প্রয়োজন। সরে দাঁড়ানোর জন্য দিল্লি ক্যাপিটালস টিম ও সমর্থকদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন। তাতেও তাঁর সমস্যার সমাধান হওয়া কঠিন। ভারতীয় বোর্ড কড়া সিদ্ধান্ত নিতেই পারে। গুরুতর কোনও চোট থাকলে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে অনুরোধ করলে, পরিস্থিতি হয়তো আলাদা হতে পারত। হ্যারি ব্রুকের ক্ষেত্রে যা নয়।