IPL franchises: ‘দেশের হয়ে খেলা ছাড়ো, টাকায় ভরিয়ে দেব’, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির প্রলোভন ক্রিকেটারদের!
IPL : বেশ কয়েকটি টিমের পক্ষ থেকে জাতীয় দলের ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। বলা ভালো, টাকার টোপ।

কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল (IPL)। টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের পথ প্রদর্শক বলা যেতে পারে আইপিএলকে। ক্যারিবিয়ান লিগ, দক্ষিণ আফ্রিকান লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহির টি-২০ ফ্র্যাঞ্চাইজি (IPL franchises) লিগেও দল রয়েছে আইপিএলের মালিকদের। সেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফ্র্যাঞ্চাইজিগুলির উপর বড়সড় অভিযোগ। আইপিএল টিমগুলি নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে কোণঠাসা করে দিতে চায়। বেশ কয়েকটি টিমের পক্ষ থেকে জাতীয় দলের ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। বলা ভালো, টাকার টোপ। একইসঙ্গে শর্ত, জাতীয় দলের হয়ে খেলা ছাড়তে হবে। তার পরিবর্তে সারাবছর ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ করে দেওয়া হবে! বিস্ফোরক দাবি করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’। বিস্তারিত রইল TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।
বর্তমানে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি সিপিএল (ওয়েস্ট ইন্ডিজ), এসএ টি২০ (দক্ষিণ আফ্রিকা), গ্লোবাল টি২০ লিগ (সংযুক্ত আরব আমিরশাহি) এবং আসন্ন আমেরিকার মেজর লিগ টি২০তে দল রয়েছে। আইপিএল টিমগুলি সৌদি টি-২০ লিগেও দল কেনারও তোড়জোড় করছে। ২০২৩ আইপিএলের মাঝপথে লন্ডনের ডেইলি দ্য টাইমসের বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কম করে ইংল্যান্ডের ছয়জন আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটারকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি বড়সড় অর্থের প্রস্তাব দিয়েছে। তাদের শর্ত হল, ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। তখন তাদের পরিচালনার এক্তিয়ার থাকবে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা কাউন্টি টিমের উপরে। ক্রিকেটাররা রাজি হলে চুক্তি হতে পারে চলতি বছরের শেষদিকে। প্রস্তাব দেওয়া ছয়জন ক্রিকেটারই ইংল্যান্ডের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা যে পারিশ্রমিক পান তার থেকে পাঁচ গুণ বেশি অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় দল ছেড়ে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে খেলার এই প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ডের ক্রিকেট জগৎ। এমনিতে বিসিসিআই অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার বিষয়ে আগেই নিয়মের কড়াকড়ি রেখেছে। দেশের ক্রিকেটাররা অবসর নেওয়ার পরই ভিন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পায়। তার আগে নয়।
