LSG IPL Auction 2025: দলে একাধিক সুপারস্টার, লখনউ টিম যেমন হল…

Lucknow Super Giants Auction Players: আগামী আইপিএলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লখনউ। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে রেকর্ড দরে নিয়েছে তারা। সঙ্গে বেশ কিছু নতুন মুখ। কোর টিমও প্রায় ধরে রেখেছিল। তরুণ মুখের পাশাপাশি আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারকেও পেয়েছে লখনউ সুপার জায়ান্টস।

LSG IPL Auction 2025: দলে একাধিক সুপারস্টার, লখনউ টিম যেমন হল...
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 12:14 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। গত মরসুমে প্লে-অফে উঠতে পারেনি। তার উপর তৎকালীন ক্যাপ্টেন লোকেশ রাহুলের সঙ্গে দুর্ব্যহারের জন্য টিমের ভাবমূর্তিও নষ্ট হয়েছিল। আগামী আইপিএলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লখনউ। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে রেকর্ড দরে নিয়েছে তারা। সঙ্গে বেশ কিছু নতুন মুখ। কোর টিমও প্রায় ধরে রেখেছিল। তরুণ মুখের পাশাপাশি আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারকেও পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। সব মিলিয়ে গোছানো দল তৈরি হয়েছে বলা যায়।

প্রাথমিক ভাবে লখনউয়ের পেস বোলিং অলরাউন্ডারের স্লট খালি মনে হলেও মিচেল মার্শ এবং নিলামের শেষ দিকে আর্শিন কুলকার্নিকে নিয়ে সেই অভাবও পূরণ করেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মহসিনকে খানকে রিটেন করেছিল লখনউ সুপার জায়ান্টস। মেগা অকশন থেকে যাঁদের কিনল, সেই তালিকাও দেখে নেওয়া যাক। সুপারস্টারদের পাশাপাশি একঝাঁক প্লেয়ারকে বেস প্রাইসে পেয়েছে লখনউ। যা অ্যাডভান্টেজ বলা যায়।

লখনউ অকশন থেকে নিয়েছে…

  1. ঋষভ পন্থ-বেস প্রাইস ২ কোটি- নিলামে নিয়েছে ২৭ কোটিতে।
  2. আবেশ খান-বেস প্রাইস ২ কোটি- নিলামে নিয়েছে ৯.৭৫ কোটিতে।
  3. আকাশ দীপ-বেস প্রাইস ১ কোটি-নিলামে নিয়েছে ৮ কোটিতে।
  4. ডেভিড মিলার-বেস প্রাইস ১.৫০ কোটি-নিলামে নিয়েছে ৭.৫০ কোটিতে।
  5. আব্দুল সামাদ-বেস প্রাইস ৩০ লক্ষ-নিলামে নিয়েছে ৪.২০ কোটিতে।
  6. মিচেল মার্শ-বেস প্রাইস ২ কোটি-নিলামে নিয়েছে ৩.৪০ কোটিতে।
  7. শাহবাজ আহমেদ-বেস প্রাইস ১ কোটি-নিলামে নিয়েছে ২.৪০ কোটিতে।
  8. এইডেন মার্কব়্যাম-বেস প্রাইস ২ কোটিতেই নিয়েছে লখনউ।
  9. ম্যাথিউ ব্রিৎজকে-বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় নিয়েছে।
  10. শেমার জোসেফ-বেস প্রাইস ৭৫ লক্ষতেই নিয়েছে।
  11. এম সিদ্ধার্থ-বেস প্রাইস ৩০ লক্ষতেই নিয়েছে।
  12. আর্শিন কুলকার্নি-বেস প্রাইস ৩০ লক্ষতেই নিয়েছে।
  13. রাজবর্ধন হাঙ্গারকেকর-বেস প্রাইস ৩০ লক্ষতেই নিয়েছে।
  14. যুবরাজ চৌধুরী-বেস প্রাইস ৩০ লক্ষতেই নিয়েছে।
  15. প্রিন্স যাদব-বেস প্রাইস ৩০ লক্ষতেই।
  16. আকাশ সিং-বেস প্রাইস ৩০ লক্ষতেই।
  17. দিগ্বেশ সিং-বেস প্রাইস ৩০ লক্ষতেই।
  18. হিম্মত সিং-বেস প্রাইস ৩০ লক্ষতেই।
  19. আর্য জুয়েল-বেস প্রাইস ৩০ লক্ষতেই।