ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। গত মরসুমে প্লে-অফে উঠতে পারেনি। তার উপর তৎকালীন ক্যাপ্টেন লোকেশ রাহুলের সঙ্গে দুর্ব্যহারের জন্য টিমের ভাবমূর্তিও নষ্ট হয়েছিল। আগামী আইপিএলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লখনউ। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে রেকর্ড দরে নিয়েছে তারা। সঙ্গে বেশ কিছু নতুন মুখ। কোর টিমও প্রায় ধরে রেখেছিল। তরুণ মুখের পাশাপাশি আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারকেও পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। সব মিলিয়ে গোছানো দল তৈরি হয়েছে বলা যায়।
প্রাথমিক ভাবে লখনউয়ের পেস বোলিং অলরাউন্ডারের স্লট খালি মনে হলেও মিচেল মার্শ এবং নিলামের শেষ দিকে আর্শিন কুলকার্নিকে নিয়ে সেই অভাবও পূরণ করেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মহসিনকে খানকে রিটেন করেছিল লখনউ সুপার জায়ান্টস। মেগা অকশন থেকে যাঁদের কিনল, সেই তালিকাও দেখে নেওয়া যাক। সুপারস্টারদের পাশাপাশি একঝাঁক প্লেয়ারকে বেস প্রাইসে পেয়েছে লখনউ। যা অ্যাডভান্টেজ বলা যায়।
লখনউ অকশন থেকে নিয়েছে…