DC vs SRH, IPL Match Result: কাজে এল না মার্শ-সল্টের লড়াই, দিল্লির ডেরায় বদলা নিল হায়দরাবাদ

IPL 2023: কয়েকদিন আগে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার দিল্লির মাঠে বদলা নিল অরেঞ্জ আর্মি। পাশাপাশি হারের হ্যাটট্রিক থেকেও ঘুরে দাঁড়াল হায়দরাবাদ। ৯ রানের রুদ্ধশ্বাস জয় সানরাইজার্সের।

DC vs SRH, IPL Match Result: কাজে এল না মার্শ-সল্টের লড়াই, দিল্লির ডেরায় বদলা নিল হায়দরাবাদ
কাজে এল না মার্শ-সল্টের লড়াই, দিল্লির ডেরায় বদলা নিল হায়দরাবাদImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 11:36 PM

নয়াদিল্লি : একেই বলে মধুর প্রতিশোধ। দিনকয়েক আগে হায়দরাবাদের ঘরের মাঠে দিল্লি হারিয়েছিল ভুবনেশ্বর কুমারদের। আর আজ শনি-রাতে দিল্লির ডেরায় ঢুকে ক্যাপিটালসকে হারাল হায়দরাবাদ (DC vs SRH)। কাজে এল না মিচেল মার্শ-ফিল সল্টের লড়াই। চলতি আইপিএলে (IPL 2023) জয়ের হ্যাটট্রিক হল না ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ের স্বাদ পেল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। জয়ের হ্যাটট্রিক করতে হলে দিল্লি ক্যাপিটালসকে তুলতে হত ১৯৮ রান। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করেও দলকে জেতাতে পারলেন না মিচেল মার্শ। ৯ রানের রুদ্ধশ্বাস জয় নিজামের শহরের দলের। বিস্তারিত ম্যাচ রিপোর্ট পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অরেঞ্জ আর্মির ওপেনিং জুটি ব্যর্থ হয়। একইসঙ্গে পাওয়ার প্লে-র মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। তৃতীয় ওভারের মাথায় ইশান্ত শর্মা তুলে নেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট। চলতি আইপিএলে মায়াঙ্ক নিজের সেরা ছন্দে নেই। অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি করেন ৬ বলে ৫ রান। পঞ্চম ওভারে রাহুল ত্রিপাঠীকে (১০) ফেরালেন মিচেল মার্শ। এরপর তৃতীয় উইকেটে ওপেনার অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধেন ক্যাপ্টেন এইডেন মার্করাম। যদিও নিজামের শহরের দলের অধিনায়ক মার্করামের ব্যাট আজ চলেনি। দশম ওভারে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন মিচেল মার্শ। ওভারের দ্বিতীয় বলে মার্করামের পর চতুর্থ বলে হ্যারি ব্রুককে ফেরান মার্শ। শূন্যে মাঠ ছাড়েন ব্রুক। একপ্রান্তে পরপর উইকেট হারালেও দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিষেক। ৩৬ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলে যান অভিষেক। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছয়। অভিষেক ছাড়া হায়দরাবাদের তরি এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হেনরিখ ক্লাসেন। ২৭ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান তিনি। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে হায়দরাবাদ।

১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। এরপর দ্বিতীয় উইকেটে ১১২ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন মিচেল মার্শ ও ফিল সল্ট। শুরুতেই ভুবি প্রথম ধাক্কা দিলেও মার্শ-সল্ট জুটিকে কোনওমতেই টলাতে পারছিলেন না অরেঞ্জ আর্মির বোলাররা। অবশেষে ১৩তম ওভারে ফিল সল্টের উইকেট তুলে নেন মায়াঙ্ক মার্কণ্ডেয়। ৩৫ বলে ৫৯ রান করে ফেরেন ফিল। তিনি ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এটি তাঁর আইপিএলের কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ব্যাট হাতে আজ ব্যর্থ হন মনীশ পান্ডে (১)। ১৪তম ওভারে দুরন্ত ছন্দে থাকা মিচেল মার্শকে (৬৩) ফেরান আকিল হোসেইন। সেই সময় দিল্লি ক্যাপিটালসের জয়ের ভিত প্রায় তৈরি হয়ে গিয়েছিল। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল। যে কারণে দিল্লি খানিকটা জয়ের আশা দেখছিল। যদিও সেই আশা শেষ অবধি পূর্ণ হতে দেননি ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে ওঠে ১৬ রান। কয়েকদিন আগে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার দিল্লির মাঠে বদলা নিল অরেঞ্জ আর্মি। পাশাপাশি হারের হ্যাটট্রিক থেকেও ঘুরে দাঁড়াল হায়দরাবাদ। ৯ রানের রুদ্ধশ্বাস জয় সানরাইজার্সের।