MI vs LSG IPL Match Result: পন্থের ব্যর্থতা জারি, ওয়াংখেড়েতে বিরাট বদলা মুম্বই ইন্ডিয়ান্সের

Mumbai Indians vs Lucknow Super Giants Report: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বদলা পূর্ণ মুম্বই ইন্ডিয়ান্সের। টানা পাঁচ ম্যাচে জয়ও। ওয়াংখেড়েতে দুর্দান্ত পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সে। একাধিক প্লেয়ারের মাইলস্টোন।

MI vs LSG IPL Match Result: পন্থের ব্যর্থতা জারি, ওয়াংখেড়েতে বিরাট বদলা মুম্বই ইন্ডিয়ান্সের
Image Credit source: BCCI

Apr 27, 2025 | 8:32 PM

আরও একটা ম্যাচ, ফের হতাশা। ব্যাটার ঋষভ পন্থের পরিস্থিতিটা এখন এমনই। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। এ বারের আইপিএলে একটা মাত্র হাফসেঞ্চুরির ইনিংস। ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা। আবারও সিঙ্গল ডিজিট স্কোর। শট সিলেকশন নিয়েও প্রশ্ন তোলার জায়গা করে দিলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বদলা পূর্ণ মুম্বই ইন্ডিয়ান্সের। টানা পাঁচ ম্যাচে জয়ও। ওয়াংখেড়েতে দুর্দান্ত পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সে। একাধিক প্লেয়ারের মাইলস্টোন। ওয়াংখেড়েতে ৫৪ রানের বিশাল ব্যবধানে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই সপ্তাহটাকেই বলা হচ্ছে বদলার। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু-দল। জেতার মতো পরিস্থিতিতে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও রুদ্ধশ্বাস শেষ ওভার। ১২ রানের জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। বদলার ম্যাচে টস হার হার্দিকের। রান তাড়ার সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ। দিনের ম্যাচ। হয়তো ভেবেছিলেন যে কোনও রানই তাড়া করা সম্ভব। আইপিএলে প্রত্য়াবর্তন ম্যাচে মায়াঙ্ক যাদব ফর্মে থাকা রোহিতকে ফিরিয়ে আরও স্বস্তি দেন। কিন্তু রাায়ন রিকলটন, সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি এবং শেষ দিকে নমন ধির ও করবিন বশের ক্যামিও ইনিংসে ৭ উইকেটে ২১৫ রানের বিশাল স্কোর মুম্বই ইন্ডিয়ান্সের।

রান তাড়ায় লখনউকে স্বস্তিতে থাকতে দেননি মুম্বই বোলাররা। ফিল্ডিংও দুর্দান্ত। এইডেন মার্কব়্যামকে ফেরান বুমরা। ইনিংসের সপ্তম ওভারে নিকোলাস পুরান ও ঋষভ পন্থ, দুই বাঁ হাতি ব্যাটার পার্টটাইম অফস্পিনার উইল জ্যাকসের ঝুলিতে। ক্রিজে এসে বাউন্ডারি মেরে খাতা খোলেন পন্থ। দ্বিতীয় ডেলিভারিতে রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফেরেন। আয়ুষ বাদোনি গত কয়েক ম্যাচের মতোই রান করেন। কিন্তু ২০ ওভারে ১৬১ রানেই অলআউট লখনউ। মুম্বই বোলারদের মধ্যে জসপ্রীত বুমরার ৪ উইকেট। যার বেশির ভাগই স্লগ ওভারে। এ ছাড়াও ট্রেন্ট বোল্ট ৩টি ও উইল জ্যাকস দুটি উইকেট নেন।