IPL 2022 Orange Cap: টানা ৫ ম্যাচে নাইটরা হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 29, 2022 | 9:15 AM

আইপিএল-২০২২ এর ৪১টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: টানা ৫ ম্যাচে নাইটরা হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স
IPL 2022 Orange Cap: টানা ৫ ম্যাচে নাইটরা হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স

Follow Us

কলকাতা: আজ, শুক্রবার পুনের মাঠে চলতি আইপিএলের (IPL 2022) ৪২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ছিল পন্থের দিল্লি ও শ্রেয়সের কেকেআরের ম্যাচ। সেই ম্যাচে ৪ উইকেটে জিতেছে দিল্লি। তবে টানা ৫ ম্যাচে হেরেও কমলা টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন নাইট নেতা শ্রেয়স। কিন্তু এখনও অরেঞ্জ ক্যাপ (Orange Cap) নিজের দখলেই রেখেছেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। এবং কমলা টুপির লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন আইপিএলের ১০ দলের ৩ অধিনায়ক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৪১টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ৪১টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

  1. আইপিএল-২০২২ এর ৪১টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৮টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৪৯৯ রান। সর্বোচ্চ ১১৬ রান।
  2. কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৮টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৩৬৮ রান। সর্বোচ্চ ১০৩* রান।
  3. অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৭টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ৩০৫ রান। সর্বোচ্চ ৮৭* রান।
  4. কমলা টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ৩০২ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।
  5. কেকেআর টানা ৫ ম্যাচে হারলেও অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত ৫ নম্বরে রয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চলতি আইপিএলে এখনও অবধি ৯টি ম্যাচে খেলে মোট ২৯০ রান করেছেন শ্রেয়স। সর্বোচ্চ ৮৫ রান।

আরও পড়ুন: IPL 2022 Points Table: নাইটদের টানা ৫ ম্যাচে হারের পর দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 PBKS vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ

আরও পড়ুন: PBKS vs LSG IPL 2022 Match Prediction: আজ পঞ্জাবের সামনে রাহুলের লখনউ

Next Article