IPL 2022 PBKS vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ
আগামীকাল, শুক্রবার আইপিএল-১৫-র (IPL 2022) ৪২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
পুনে: আগামীকাল, শুক্রবার আইপিএল-১৫-র (IPL 2022) ৪২তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৮টি করে ম্যাচে খেলেছে পঞ্জাব ও লখনউ। যার মধ্যে ৪ ম্যাচে জয় ও ৪ ম্যাচে হারের মুখ দেখেছে প্রীতির দল। অন্যদিকে এ বারের নতুন দল লখনউ এখনও অবধি জিতেছে ৫টি ম্যাচে এবং হেরেছে ৩টি ম্যাচে। সুপার জায়ান্টসদের নেট রান রেট হল +০.৩৩৪। পঞ্জাবের নেট রান রেট -০.৪১৯। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। চলতি আইপিএলে প্রথম বার পুরনো দলের বিরুদ্ধে খেলতে চলেছেন কেএল। গত মরসুমেই পঞ্জাবের জার্সিতে খেলেছিলেন রাহুল। ফলে পুরনো দলের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন তিনি, সেই নিয়ে আগ্রহ থাকবে তাঁর সমর্থকদের। পুনের এমসিএ স্টেডিয়ামে লোকেশ-মায়াঙ্কের লড়াইয়ে কোন দল জেতে সেদিকেও বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি (২৯ এপ্রিল) আগামীকাল, শুক্রবার হবে।
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
আরও পড়ুন: দীনেশ কার্তিক থেকে অরুণ লাল বিয়ের পিঁড়িতে দু’বার বসেছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার, দেখে নিন ছবিতে