Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীনেশ কার্তিক থেকে অরুণ লাল বিয়ের পিঁড়িতে দু’বার বসেছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার, দেখে নিন ছবিতে

৬৬ বছর বয়সে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বাংলার কোচ অরুণ লাল। ২মে আবার বিয়ের পিড়িতে বসবেন তিনি। জানা গিয়েছে, অরুণ লালের প্রথম স্ত্রী রীনা গুরুতর অসুস্থ। এবং তিনি তাঁর প্রথম স্ত্রী-র সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করছেন। পাত্রীর নাম বুলবুল সাহা। ৩৭ বছরের বুলবুল পেশায় শিক্ষিকা। দীনেশ কার্তিক থেকে অরুণ লাল বিয়ের পিঁড়িতে দু'বার বসেছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার, দেখে নিন ছবিতে---

| Edited By: | Updated on: Apr 27, 2022 | 8:30 AM
অরুণ লাল - ভারতের প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে বাংলার কোচ অরুণ লালের প্রথম স্ত্রী রীনা গুরুতর অসুস্থ। এবং তিনি তাঁর প্রথম স্ত্রী-র সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করছেন। ২ মে ৩৭ বছরের বুলবুল সাহার সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের অরুণ লাল। (ছবি-টুইটার)

অরুণ লাল - ভারতের প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে বাংলার কোচ অরুণ লালের প্রথম স্ত্রী রীনা গুরুতর অসুস্থ। এবং তিনি তাঁর প্রথম স্ত্রী-র সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়ে করছেন। ২ মে ৩৭ বছরের বুলবুল সাহার সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের অরুণ লাল। (ছবি-টুইটার)

1 / 5
দীনেশ কার্তিক - ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটর দীনেশ কার্তিক ২০০৭ সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ছেলেবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু নিকিতা পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে ভালোবেসে ফেলেন। এবং এরপর নিকিতা-দীনেশের ডিভোর্স হয়ে যায়। এর পর কার্তিক ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেন। ভারতীয় স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছে ডিকের। তাঁদের দুই যমজ সন্তান রয়েছে। (ছবি-টুইটার)

দীনেশ কার্তিক - ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটর দীনেশ কার্তিক ২০০৭ সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ছেলেবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু নিকিতা পরবর্তীকালে ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে ভালোবেসে ফেলেন। এবং এরপর নিকিতা-দীনেশের ডিভোর্স হয়ে যায়। এর পর কার্তিক ২০১৫ সালে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেন। ভারতীয় স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছে ডিকের। তাঁদের দুই যমজ সন্তান রয়েছে। (ছবি-টুইটার)

2 / 5
বিনোদ কাম্বলি - সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু ও ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি ১৯৯৮ সালে নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন। ওই সময় নোয়েলা একটি হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কিন্তু কাম্বলি-নোয়েলার সম্পর্ক বেশিদিন টেকেনি। দু'বছরের মধ্যে ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। কাম্বলি এরপর মডেল আন্দ্রেয়া হিউয়িটের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। শুধু তাই নয় কাম্বলি খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতও হন। (ছবি-টুইটার)

বিনোদ কাম্বলি - সচিন তেন্ডুলকরের ছেলেবেলার বন্ধু ও ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি ১৯৯৮ সালে নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন। ওই সময় নোয়েলা একটি হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কিন্তু কাম্বলি-নোয়েলার সম্পর্ক বেশিদিন টেকেনি। দু'বছরের মধ্যে ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। কাম্বলি এরপর মডেল আন্দ্রেয়া হিউয়িটের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। শুধু তাই নয় কাম্বলি খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতও হন। (ছবি-টুইটার)

3 / 5
মহম্মদ আজহারউদ্দিন -  ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট কেরিয়ারের মতোই ব্যক্তিগত জীবনও সাক্ষী রয়েছে নানা উত্থান-পতনের। ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে আজহারউদ্দিনের কেরিয়ারই একটা সময় থেমে গিয়েছিল আচমকাই। এবং আজহারউদ্দিন দু'বার বিয়ে করেছেন ঠিকই, কিন্তু দু'বারই তাঁর ডিভোর্স হয়ে যায়। ১৯৮৭ সালে আজহারউদ্দিন প্রথম বিয়ে করেন নউরিনকে। তাঁদের দুই সন্তানও আছে। এরপর ১৯৯৬ সালে আজহারউদ্দিনের প্রথম বিয়ে ভেঙে যায়। তারপর তিনি দ্বিতীয় বার বিয়ে করেন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে। কিন্তু ২০১০ সালে সেই বিয়েও ভেঙে যায়। (ছবি-টুইটার)

মহম্মদ আজহারউদ্দিন - ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট কেরিয়ারের মতোই ব্যক্তিগত জীবনও সাক্ষী রয়েছে নানা উত্থান-পতনের। ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে আজহারউদ্দিনের কেরিয়ারই একটা সময় থেমে গিয়েছিল আচমকাই। এবং আজহারউদ্দিন দু'বার বিয়ে করেছেন ঠিকই, কিন্তু দু'বারই তাঁর ডিভোর্স হয়ে যায়। ১৯৮৭ সালে আজহারউদ্দিন প্রথম বিয়ে করেন নউরিনকে। তাঁদের দুই সন্তানও আছে। এরপর ১৯৯৬ সালে আজহারউদ্দিনের প্রথম বিয়ে ভেঙে যায়। তারপর তিনি দ্বিতীয় বার বিয়ে করেন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে। কিন্তু ২০১০ সালে সেই বিয়েও ভেঙে যায়। (ছবি-টুইটার)

4 / 5
 জাভাগাল শ্রীনাথ - ভারতের প্রাক্তন জোরে বোলার জাভাগল শ্রীনাথ ১৯৯৯ বিশ্বকাপের পরেই বিয়ে করেন জোৎস্নাকে। কিন্তু বিয়ের কয়েক বছরের পরেই শ্রীনাথ এবং জোৎস্নার ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রীনাথ আবার বিয়ে করেন সাংবাদিক মাধবী পত্রবলীকে। (ছবি-টুইটার)

জাভাগাল শ্রীনাথ - ভারতের প্রাক্তন জোরে বোলার জাভাগল শ্রীনাথ ১৯৯৯ বিশ্বকাপের পরেই বিয়ে করেন জোৎস্নাকে। কিন্তু বিয়ের কয়েক বছরের পরেই শ্রীনাথ এবং জোৎস্নার ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রীনাথ আবার বিয়ে করেন সাংবাদিক মাধবী পত্রবলীকে। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: