IPL 2022 Orange Cap: রবিবার পঞ্জাব ও চেন্নাই হারলেও শিবম-লিভিংস্টোম রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ

আইপিএল-২০২২ এর ২৯টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: রবিবার পঞ্জাব ও চেন্নাই হারলেও শিবম-লিভিংস্টোম রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ
IPL 2022 Orange Cap: রবিবার পঞ্জাব ও চেন্নাই হারলেও শিবম-লিভিংস্টোম রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ Image Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 12:53 PM

মুম্বই: রবিবার ছিল আইপিএলের (IPL 2022) ডাবল হেডার। মেগা সানডে-র বিকেলের ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসকে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।। এবং রাতের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে সিএসকের বিরুদ্ধে জিতেছে টাইটান্সরা। রবিবার রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল না। তাও বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলারই। তবে এই তালিকায় প্রথম ৫-এ ঢুকে রবিবারের দুই হারা দলের দুই ক্রিকেটার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ২৯টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) আজ রাতে শ্রেয়সের কেকেআরের বিরুদ্ধে নামবে সঞ্জুর রাজস্থান। তবে এখনও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৫টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২৭২ রান।

২) কমলা টুপির লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৬টি ম্যাচে লোকেশ রাহুল করেছেন ২৩৫ রান।

৩) কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি খেললেনি। এখনও অবধি চলতি আইপিএলের ৫টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২২৮ রান।

৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৬টি ম্যাচে খেলে ২২৬ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।

৫) কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে উঠে এসেছেন পঞ্জাব কিংসের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। রবিবার তাঁর দল হারলেও ৩৩ বলে ৬০ রান করেন তিনি। চলতি আইপিএলে লিভিংস্টোন ৬ ম্যাচে খেলে ২২৪ রান করেছেন।

আরও পড়ুন: IPL 2022 RR vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে কুলদীপকে পিছনে ফেলে দিলেন নটরাজন

আরও পড়ুন: IPL 2022 Points Table: কেকেআর বনাম রাজস্থান ম্যাচের আগে জানুন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়