IPL 2022 Purple Cap: দুই কিংসের লড়াইয়ের আগে দেখে নিন বেগুনি টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2022 | 9:45 AM

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ ওর ৩৭টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

IPL 2022 Purple Cap: দুই কিংসের লড়াইয়ের আগে দেখে নিন বেগুনি টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা
পার্পল ক্যাপের মালিক যুজবেন্দ্র চাহাল
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আইপিএল ২০২২ (IPL 2022) -এর চলতি মরসুমে এখনও অবধি ৩৭টি ম্যাচ হয়েছে। আইপিএলের ৩৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্কের পঞ্জাব এবং জাডেজার চেন্নাই। রবিবার আইপিএলের ম্যাচে ওয়াংখেড়েতে ৩৬ রানে লখনউ হারিয়েছে মুম্বউকে। রবিবার পিঙ্ক আর্মির ম্যাচ না থাকলেও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের তারকা যুজবেন্দ্র চাহাল। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে।

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ ওর ৩৭টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন…

  1. চলতি আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৩৭ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি চলতি আইপিএল-এর ৭টি ম্যাচে খেলে মোট ২৮ ওভার বল করে ২০৪ রান দিয়ে ১৮ টি উইকেট নিয়েছেন চাহাল।
  2. বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন (T Natarajan)। চলতি আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছেন তিনি। এবং ২৭ ওভার বল করে ২১৮ রান খরচ করে ১৫ টি উইকেট নিয়েছেন নটরাজন।
  3. পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছেন চায়নাম্যান বোলার। এবং ৭টি ম্যাচে মোট ২৬.৪ ওভার বল করে ২২৬ রান খরচ করেছেন। এবং কুলদীপ ঝুলিতে ভরেছেন ১৩টি উইকেট।
  4. আজ পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সিএসকের। এই মুহূর্তে বেগুনি টুপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে চার নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। এ বারের আইপিএলের ৭টি ম্যাচে তিনি নিয়েছেন ১২টি উইকেট নিয়েছেন। মোট ২৫.৪ ওভারে তিনি দিয়েছেন ২১৭ রান।
  5. পার্পল ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৮টি ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন। এবং সেই ৮টি ম্যাচে ৩২ ওভার বল করার বিনিময়ে ২৩৮ রান দিয়েছেন উমেশ।

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি রাহুলকে পৌঁছে দিল অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে

আরও পড়ুন: IPL 2022 Points Table: লিগ টেবলে প্রথম চারে ঢুকে পড়ল লোকেশের লখনউ

আরও পড়ুন: PBKS vs CSK IPL 2022 Match Prediction: প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে ধোনি, জাড্ডুদের চেন্নাই

Next Article