PBKS vs CSK IPL 2022 Match Prediction: প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে ধোনি, জাড্ডুদের চেন্নাই
Punjab Kings vs Chennai Super Kings Preview: ৭ ম্যাচে চেন্নাইয়ের ঝুলিতে ৪ পয়েন্ট। টেবিলের ৯ নম্বরে সিএসকে। সমসংখ্যক ম্যাচে পঞ্জাবের সংগ্রহ ৬ পয়েন্ট। ৮ নম্বরে রয়েছে পঞ্জাব। ২৭ বারের মুখোমুখি সাক্ষাৎকারে এখনও পর্যন্ত ১৫ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। পঞ্জাব জিতেছে ১২ বার।
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ এখনও ভুলতে পারেননি ধোনিভক্তরা। শেষ ওভারে মাহি ম্যাজিকে ভর করে মুম্বইকে হারায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলে (IPL 2022) আজ সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামছে সিএসকে। মুম্বইকে হারানোয় আত্মবিশ্বাসে ভরপুর চেন্নাই। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে ধাক্কা খেয়েছে পঞ্জাব কিংস। চেন্নাইকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাব। এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দুই দলের দুশ্চিন্তাই দলের টপ অর্ডার। ঋতুরাজ গায়কোয়াড় গত ম্যাচেও রান পাননি। রবিন উথাপ্পার ব্যাটে যদিও ধারাবাহিক রান দেখা যাচ্ছে। পঞ্জাবের জনি বেয়ারস্টোর ব্যাটে এখনও রান দেখা যাচ্ছে না। চেন্নাইয়ের বিরুদ্ধে রানে ফিরতে চান তিনিও। অধিনায়ক ময়াঙ্ক আগারওয়ালও ছন্দে নেই। তবে আজকের রাতের ম্যাচ যে দলই জিতুক, পয়েন্ট টেবিলে কিছুটা হলেও তফাৎ ঘটবে। প্রথম পর্বে পঞ্জাবের কাছে হেরেছিল চেন্নাই। তাই এই ম্যাচ বদলার ধোনিদের কাছে।
৭ ম্যাচে চেন্নাইয়ের ঝুলিতে ৪ পয়েন্ট। টেবিলের ৯ নম্বরে সিএসকে। সমসংখ্যক ম্যাচে পঞ্জাবের সংগ্রহ ৬ পয়েন্ট। ৮ নম্বরে রয়েছে পঞ্জাব। ২৭ বারের মুখোমুখি সাক্ষাৎকারে এখনও পর্যন্ত ১৫ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। পঞ্জাব জিতেছে ১২ বার।
পঞ্জাবের বিরুদ্ধে স্বমহিমায় ফিরতে চান ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে খেলেননি অলরাউন্ডার মইন আলি। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁকে খেলানোর ভাবনা রয়েছে। গত কয়েকটা ম্যাচে বেশ ভালো বোলিং করেন মুকেশ চৌধুরী। নবাগত এই পেসার চেন্নাইয়ের জার্সিতে নজর কাড়ছেন। তবে দলের অধিনায়ক রবীন্দ্র জাডেজা এ বারে অনেকটাই নিষ্প্রভ। তাঁর কাছেও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
অন্যদিকে পঞ্জাবের ওপেনিং জুটি ক্লিক করছে না। ময়াঙ্ক-ধাওয়ান জুটি বড় স্কোর করতে মুখিয়ে। জনি বেয়ারস্টোকে ছন্দে না দেখা গেলেও রানে ফিরতে মরিয়া তিনিও। কারণ ভানুকা রাজাপাকশার মতো ক্রিকেটারকে বসিয়ে বেয়ারস্টোকে খেলাচ্ছে পঞ্জাব। এ ছাড়া অলরাউন্ডার লিভিংস্টোন, হার্ড হিটার শাহরুখ খানরাও আছেন দলে। পঞ্জাবের পেসার কাগিসো রাবাদা, রাহুল চাহারদের কাছেও এই ম্যাচ অনেক চ্যালেঞ্জের।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
আরও পড়ুন: IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি