AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি

খুশির খবর কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য। চলতি আইপিএলের (IPL 2022) প্লে অফের দুটো ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।

IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি
IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 12:59 PM
Share

কলকাতা: খুশির খবর কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য। চলতি আইপিএলের (IPL 2022) প্লে অফের দুটো ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। টিভি নাইন বাংলায় ২ মে প্রকাশিত হয়েছিল এই খবর (IPL 2022: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেনে: সূত্র), যে ইডেনে হতে পারে প্লে-অফের দুটো ম্যাচ। এ বার সেই খবরেই সিলমোহর পড়ল। ক্রিকেটের নন্দনকানন যে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ পেতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ইডেনে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। ২২ মে আইপিএলের লিগ পর্ব শেষ হবে। আর তারপরই শুরু হবে প্লে অফ। ইডেনে প্রথম কোয়ালিফায়ার হবে ২৪ মে এবং ২৬ মে এলিমিনেটরের ম্যাচ হবে। ২৭ মে দ্বিতীয় প্লে অফ এবং ২৯ মে ফাইনাল ম্যাচ হবে আমদাবাদে।

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আইপিএলের নক আউট পর্বের ম্যাচগুলো কলকাতা ও আমেদাবাদে হবে। ২২ মে লিগ পর্ব শেষ হওয়ার পর, প্লে অফ ও ফাইনালে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং দ্য উইমেন্স চ্যালেঞ্জার্স সিরিজ হবে ২৪-২৮ মে লখনউয়ের আকানা স্টেডিয়ামে।”

উল্লেখ্য, আইপিএল-২০২২ এর গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচই এবার হচ্ছে মুম্বই এবং পুনেতে মোট চারটি স্টেডিয়ামে – ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল ও এমসিএ। তার মধ্যে পুনেতে রয়েছে ১৫ টি ম্যাচ এবং মুম্বইতে রয়েছে ৫৫ টি ম্যাচ। এখনও অবধি চলতি আইপিএলের ৩৬টি ম্যাচ হয়ে গিয়েছে।

পাশাপাশি বিসিসিআইয়ের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ৯ জুন থেকে ১৯ জুন অবধি চলবে এই ৫ ম্যাচের টি-২০ সিরিজ। দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের সূচি…

১) ৯ জুন – প্রথম টি-২০ – দিল্লি

২) ১২ জুন – দ্বিতীয় টি-২০ – কটক

৩) ১৪ জুন – তৃতীয় টি-২০ – ভাইজ্যাক

৪) ১৭ জুন – চতুর্থ টি-২০ – রাজকোট

৫) ১৯ জুন – পঞ্চম টি-২০ বেঙ্গালুরু

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: বেগুনি টুপির দৌড়ে প্রথম ৫-এ ফিরে এলেন কেকেআরের উমেশ যাদব

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: কমলা টুপির মালিক গোলাপি শহরের দলের জস বাটলার

আরও পড়ুন: IPL 2022 Points Table: আরসিবিকে হারিয়ে লিগ টেবলে বড়সড় লাফ সানরাইজার্স হায়দরাবাদের