IPL 2022 Orange Cap: কমলা টুপির মালিক গোলাপি শহরের দলের জস বাটলার
আইপিএল-২০২২ এর ৩৬টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...
কলকাতা: আজ সুপার সানডে। আইপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার আইপিএলের (IPL 2022) ডাবল হেডার ছিল। তাতে প্রথম ম্যাচে নাইটদের ৮ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এবং দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ৯ উইকেটে আরসিবিকে হারিয়েছে অরেঞ্জ আর্মি। তবে শনিবারের দুই ম্যাচে রাজস্থান না খেললেও বর্তমানে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) নিজের দখলেই রেখেছেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। এবং কমলা টুপির লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন আইপিএলের ১০ দলের ৩ অধিনায়ক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৩৬টি ম্যাচ হয়েছে।
আইপিএল-২০২২ এর ৩৬টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
- আইপিএল-২০২২ এর ৩৬টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৭টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৪৯১ রান।
- কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৬টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২৯৫ রান।
- অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৭টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ২৬৫ রান।
- কমলা টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ দু’প্লেসি (Faf Du Plessis)। চলতি আইপিএলে এখনও অবধি ৮টি ম্যাচে খেলে ২৫৫ রান করেছেন আরসিবি অধিনায়ক ফাফ।
- অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত ৫ নম্বর স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। এখনও অবধি আইপিএলের ৭টি ম্যাচে ২৫৪ রান করেছেন পৃথ্বী।
আরও পড়ুন: IPL 2022 Points Table: আরসিবিকে হারিয়ে লিগ টেবলে বড়সড় লাফ সানরাইজার্স হায়দরাবাদের
আরও পড়ুন: LSG vs MI IPL 2022 Match Prediction: সচিনের জন্মদিনে প্রথম জয় চান রোহিতরা