IPL 2023 Points Table: শেষ বলে রিঙ্কুর চার জেতাল কেকেআরকে, পয়েন্ট টেবলে লম্বা লাফ নাইটদের

IPL 2023 : আজ মঙ্গলবার রয়েছে মুম্বইয়ের ঘরের মাঠে ম্যাচ। ওয়াংখেড়েতে সাক্ষাৎ হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তার আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল...

IPL 2023 Points Table: শেষ বলে রিঙ্কুর চার জেতাল কেকেআরকে, পয়েন্ট টেবলে লম্বা লাফ নাইটদের
শেষ বলে রিঙ্কুর চার জেতাল কেকেআরকে, পয়েন্ট টেবলে লম্বা লাফ নাইটদেরImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 12:05 AM

কলকাতা : ভরপুর রোমাঞ্চ, রুদ্ধশ্বাস জয় সব মিলিয়ে ১৬তম আইপিএল এক বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট। একেই বলে জমজমাটি আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের ৫৩টি ম্যাচ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেট প্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। আইপিএল-১৬-র (IPL 2023) গ্রুপ পর্বের ৫৩টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা হচ্ছে। সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ইডেনে নাইটদের জয়ের জন্য টার্গেট ছিল ১৮০। ম্যাচ গড়ায় শেষ বলে। আর সেই বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু। তার ফলে একদিকে ২ পয়েন্ট পাওয়ার পাশাপাশি লিগ টেবলে ৩ ধাপ উঠেছে কেকেআর। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ৫৩টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…

১. ১৬ পয়েন্ট নিয়ে আপাতত প্লে অফে এক পা বাড়িয়ে রেখেছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৮টি জয়, ৩টি হার রশিদ খানদের। হার্দিক পান্ডিয়ার টাইটান্সদের নেট রান রেট +০.৯৫১।

২. পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি চেন্নাই ১১টি ম্যাচে খেলেছে। ৬টি জয় ও ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত সিএসকের। পয়েন্ট ১৩। নেট রান রেট +০.৪০৯।

৩. লিগ টেবলের ৩ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৫টিতে হার ও ১ ম্যাচ অমীমাংসিত সুপার জায়ান্টসের। লখনউয়ের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট ১১।

৪. পয়েন্ট টেবলের ৪ নম্বর স্থান ধরে রেখেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৬টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট +০.৩৮৮। রাজস্থানের পয়েন্ট ১০।

৫. সোমবার ঘরের মাঠে কেকেআরের ম্যাচ ছিল। রুদ্ধশ্বাস সেই ম্যাচে জিতে লিগ টেবলের ৮ নম্বর থেকে ৫ এ এসেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৬টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট +০.৩৮৮। পয়েন্ট ১০।

৬. আজ আরসিবির অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আপাতত আইপিএলের লিগ টেবলের ৬ নম্বরে নেমেছে ফাফ ডু’প্লেসির আরসিবি। এখনও অবধি এই আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৫টিতে হেরেছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট -০.২০৯। বিরাটদের মোট পয়েন্ট ১০।

৭. কেকেআরের কাছে হারার পরও পয়েন্ট টেবলের ৭ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫টিতে জয় ও ৬টিতে হার। প্রীতির পঞ্জাবেরও পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৪১।

৮. আজ ঘরের মাঠে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। কেকেআর-পঞ্জাব ম্যাচের পর পয়েন্ট টেবলের ৮ নম্বরে নেমেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ১০টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৫টি হার সূর্যকুমার যাদবদের। মুম্বইয়ের নেট রান রেট -০.৪৫৪। পয়েন্ট ১০।

৯. পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে হায়দরাবাদের ৪টি জয় ও ৬টি হার। পয়েন্ট ৮। হায়দরাবাদের নেট রান রেট -০.৪৭২।

১০. লিগ টেবলের শেষ স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি ক্যাপিটালস এখনও অবধি ১০ ম্যাচে খেলেছে। ৪টি জয় ও ৬টি হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -০.৫২৯। পয়েন্ট ৮।