IPL 2023 Orange Cap : গ্রুপ পর্ব শেষের পথে, অরেঞ্জ ক্যাপের মালিক আরসিবি ক্যাপ্টেন ডু’প্লেসিই
IPL 2023 : আইপিএলে আজ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ও সিএসকে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেকেআর ও লখনউ। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে এখনও অবধি হয়ে যাওয়া ৬৬টি ম্যাচের পর এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা।
কলকাতা : রোমাঞ্চে ভরপুর ১৬তম আইপিএল এ বার শেষের পথে। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ৬৬টি ম্যাচ হয়েছে। গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ হতে চলল। পয়েন্ট টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ৬৬টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি (Faf Du Plessis)। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।
চলতি আইপিএলে এখনও অবধি ৬৬টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…
১) অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ১৩টি ম্যাচে ৭০২ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪।
২) পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর কমলা টুপির দৌড়ে ২ নম্বরে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১৪ ম্যাচে খেলে ৬২৫ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।
৩) এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলে তিনি করেছেন ৫৭৬ রান। সর্বাধিক ১০১।
৪) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। ১৩ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৫৩৮ রান। সর্বাধিক ১০০।
৫) কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। ১৩ ম্য়াচে খেলে তিনি করেছেন ৪৯৮ রান। সর্বাধিক ৯২*।
৬) অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে ৬ নম্বরে রয়েছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব। এখনও অবধি আইপিএলে ১৩টি ম্যাচে খেলে ৪৮৬ রান করেছেন স্কাই। সর্বাধিক ১০৩*।
৭) কমলা টুপির তালিকায় ৭ নম্বরে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন। ১১টি ম্যাচে খেলে তিনি করেছেন ৪৩০ রান। সর্বাধিক ১০৪।
৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৩ ম্যাচে ৪৩০ রান করেছেন তিনি। সর্বাধিক ৬৫।
৯) অরেঞ্জ ক্যাপের দৌড়ে নয় নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ১৩টি ম্যাচে খেলে ৪২৫ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।
১০) কমলা টুপির এই তালিকায় ১০ নম্বরে রয়েছেন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ঈশান কিষাণ। তিনি ১৩টি ম্যাচে ৪২৫ রান করেছেন। সর্বাধিক ৭৫।