IPL 2023 Purple Cap : পার্পল ক্যাপের লড়াই জমে ক্ষীর, আজ জোড়া ম্যাচে বদলে যেতে পারে চিত্রটা
IPL 2023 : আইপিএলে আজ ডাবল হেডার। প্রথম ম্যাচে নামছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদ খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

কলকাতা: আইপিএলে (IPL 2023) আরও একটা একপেশে ম্যাচ দেখা গিয়েছে শনিবার রাতে। ওয়াংখেড়েতে ঘরের মাঠেই হতাশা মুম্বই ইন্ডিয়ান্সের। আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৮ উইকেটে হেরেছিলেন রোহিতরা। এ বার মুম্বইয়ের ঘরের মাঠেই তাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল চেন্নাই সুপার কিংস। অনবদ্য় বোলিং করেছেন সিএসকে স্পিনাররা। প্রাপ্তি অনেক কিছুই। দুটি চোখ ধাধানো ক্যাচও উল্লেখযোগ্য়। তবে বোলিংয়ের ক্ষেত্রে নজর কেড়েছেন রবীন্দ্র জাডেজা। চেন্নাই সুপার কিংসের জয় এবং জাডেজার এই পারফরম্যান্সে পার্পল ক্যাপের দৌড়ে কি কোনও পরিবর্তন হল? আইপিএলে আজ ডাবল হেডার। প্রথম ম্যাচে নামছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদ খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তার আগে TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।
পার্পল ক্যাপের দৌড়ে আপাতত মার্ক উডকে ছাপিয়ে শীর্ষস্থানে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও মার্ক উড গত ম্যাচে খেলেননি। ২ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। যুজবেন্দ্র চাহাল তিন ম্যাচে ৮টি উইকেটই নিয়েছেন। যদিও ইকোনমির দিক থেকে সামান্য এগিয়ে চাহাল।
তালিকায় তিন নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোই। টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক পারফরম্যান্স তাঁর। তিন ম্যাচে রবির উইকেট সংখ্যা ৬টি।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে অনেক সমীকরণ বদলে গিয়েছে। পার্পল ক্য়াপের দৌড়ে অনেকটাই উন্নতি করেছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। ইডেনে আরসিবির বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন বরুণ। আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে কেকেআর। ২ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ। গুজরাটের বিরুদ্ধে তিন উইকেট পেলে শীর্ষে উঠে আসবেন তিনি। ইকোনমির দিক থেকে এখনও অবধি খুবই ভালো জায়গায় রয়েছেন কেকেআরের এই স্পিনার।
তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের লেগ স্পিনার রশিদ খান। তিনিও দুটি ম্যাচ খেলেছেন। উইকেট সংখ্য়া ৫। যে ছন্দে রয়েছেন, কেকআরের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে সুযোগ থাকবে শীর্ষে ওঠার।
একই কথা প্রযোজ্য পঞ্জাব কিংসের দুই পেসার নাথান এলিস এবং অর্শদীপ সিং ও গুজরাট টাইটান্সের মহম্মদ সামির ক্ষেত্রে। পাওয়ার প্লে স্পেশালিস্ট মহম্মদ সামি ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। অন্য় দিকে, নাথান এলিস এবং অর্শদীপেরও উইকেট সংখ্য়া ৫টি করেই। নাথান এলিস গত ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। এমনই একটা পারফরম্যান্স হায়দরাবাদের বিরুদ্ধে করতে পারলে শীর্ষস্থান তাঁর।
সুপার সানডে-তে পার্পল ক্যাপ চাহালের মাথায় থাকবে নাকি অন্য় কেউ তা ছিনিয়ে নেবে, নজর সে দিকেও। সম্ভাবনা কিন্তু রয়েছে…।
