AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ কি হাতছাড়া হবে মহম্মদ সিরাজের?

IPL 2023: চলতি আইপিএলে এখনও অবধি ৩৪টি ম্যাচ হয়েছে। এ বারের পার্পল ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন...

IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপ কি হাতছাড়া হবে মহম্মদ সিরাজের?
পার্পল ক্যাপ কি হাতছাড়া হবে মহম্মদ সিরাজের?Image Credit: IPL Website
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 8:45 AM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে এখনও অবধি ৩৪টি ম্যাচ হয়েছে। ৩১ মার্চ শুরু হয়েছে এ বারের আইপিএল। আগামী মে মাসের ২৮ তারিখ অবধি চলবে ভারতের এই কোটিপতি লিগ। আইপিএল (IPL) চলাকালীন সকল ক্রিকেট প্রেমীরা কমবেশি নজর রাখেন পয়েন্ট টেবলে। পাশাপাশি পার্পল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপেও নজর থাকে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে। এ বারের বেগুনি টুপি আপাতত রয়েছে আরসিবির তারকা মহম্মদ সিরাজের দখলে। আজ, মঙ্গলবার রয়েছে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (GT vs MI) ম্যাচ। আজ রশিদ খান, মহম্মদ সামিদের সামনে সুযোগ রয়েছে সিরাজের থেকে পার্পল ক্যাপ কেড়ে নেওয়ার। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে…

১) পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ। এখনও অবধি ১৬তম আইপিএলে ৭টি ম্যাচে খেলে ২৮ ওভারে ২০১ রান খরচ করে ১৩টি উইকেট নিয়েছেন সিরাজ।

২) পঞ্জাব কিংসের অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৩টি। ৭ ম্যাচে ২৫ ওভারে ২০৪ রান দিয়ে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার। তিনি রয়েছেন ২ নম্বরে।

৩) বেগুনি টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। এ বার এখনও অবধি ৭ ম্যাচে ২৮ ওভার বল করে ২২৬ রান খরচ করে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।

৪) পার্পল ক্যাপের দৌড়ে ৪ নম্বরে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৬টি ম্যাচে খেলে মোট ২৪ ওভার বল করে ১৯৯ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। আজ তাঁর সামনে সুযোগ রয়েছে উইকেট সংখ্যা বাড়ানোর।

৫) এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। ৭টি ম্যাচে খেলে ২৫.২ ওভার বল করে ২৭৮ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন তুষার।

৬) পার্পল ক্যাপের দৌড়ে ছয় নম্বরে রয়েছেন মার্ক উড। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৭) সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৭ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৪ ওভার বল করে ১৭৬ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

৮) আজ মহম্মদ সামির কাছে সুযোগ রয়েছে পার্পল ক্যাপের দৌড়ে উন্নতি করার। চলতি আইপিএলে তিনি ৬টি ম্যাচে খেলে ২৩ ওভার বল করে ১৮৫ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ৮ নম্বরে।

৯) এই তালিকার নয় নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। ৭ ম্যাচে খেলে তিনি ২৫.৪ ওভার বল করে ২১২ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন তিনি।

১০) পার্পল ক্যাপের লড়াইয়ে ১০ নম্বরে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। তিনি চলতি আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৫.৪ ওভার বল করে ২৫১ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।