IPL 2025 Points Table: পয়েন্ট টেবলে কামিন্সের আর্মির ‘রাজ’, জমে উঠছে অরেঞ্জ-পার্পল ক্যাপের লড়াই
IPL 2025 Purple Cap and Orange Cap: ১৮তম আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচ হয়েছে। প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলেছে। এ বার ধীরে ধীরে পার্পল ও অরেঞ্জ ক্যাপের দাবিদার বাড়ছে। তালিকায় রয়েছেন কারা?

কলকাতা: ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল (IPL) শুরু হলেই ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকে তিনটি বিষয়ে। এক, পয়েন্ট টেবল। দুই, অরেঞ্জ ক্যাপ আর তিন, পার্পল ক্যাপ। উল্লেখ্য, এক আইপিএল মরসুমে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। এ মরসুমে এখনও অবধি ৫টি ম্যাচ হয়েছে। যার ফলে ১০ দলের একটি করে ম্যাচ খেলা হয়েছে। আজ বর্ষাপাড়ায় মুখোমুখি কেকেআর ও রাজস্থান। এর আগে মঙ্গলবার রাতে শুভমন গিলের গুজরাট টাইটান্স এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের ম্যাচ ছিল। সেখানে অনবদ্য পারফর্ম করেন শ্রেয়স। এই ম্যাচ জেতে পঞ্জাব। তবে তার ফলে পয়েন্ট টেবলের মগডালে প্রীতির দলের ওঠা হয়নি। কারণ, সেখানে শীর্ষস্থানে প্যাট কামিন্সের দল। এ তো গেল পয়েন্ট টেবলের কথা। অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কোন ক্রিকেটাররা?
চলতি আইপিএলে ৫ ম্যাচ হওয়ার পর পার্পল ক্যাপের ৫ দাবিদার যাঁরা —
- নুর আহমেদ – সিএসকে – ১ ম্যাচে ৪ উইকেট – ৪ ওভারে ১৮ রান দিয়েছেন।
- খলিল আহমেদ – সিএসকে – ১ ম্যাচে ৩ উইকেট – ৪ ওভারে ২৯ রান দিয়েছেন।
- ক্রুণাল পান্ডিয়া – আরসিবি – ১ ম্যাচে ৩ উইকেট – ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন।
- সাই কিশোর – গুজরাট টাইটান্স – ১ ম্যাচে ৩ উইকেট – ৪ ওভারে ৩০ রান দিয়েছেন সাই।
- বিগ্নেশ পুথুর – মুম্বই ইন্ডিয়ান্স – ১ ম্যাচে ৩ উইকেট – ৪ ওভারে ৩২ রান খরচ করেছেন এমআইয়ের বিগ্নেশ।
চলতি আইপিএলে ৫ ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের ৫ দাবিদার যাঁরা —
- ঈশান কিষাণ – সানরাইজার্স হায়দরাবাদ – ১ ম্যাচে ১০৬* রান করেছেন।
- শ্রেয়স আইয়ার – পঞ্জাব কিংস – ১ ম্যাচে পঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স অপরাজিত ৯৭ রান করেছেন।
- নিকোলাস পুরান – লখনউ সুপার জায়ান্টস – ১ ম্যাচে ৭৫ রান করেছেন লখনউয়ের তারকা।
- সাই সুদর্শন – গুজরাট টাইটান্স – ১ ম্যাচে ৭৪ রান করেছেন তরুণ তারকা ক্রিকেটার।
- মিচেল মার্শ – লখনউ সুপার জায়ান্টস – ১ ম্যাচে ৭২ রান করেছেন অস্ট্রেলিয়ান তারকা মার্শ।





