AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs RCB: আইপিএলের শুরুতেই ইডেনে মহারণ, টিকিট কীভাবে কাটবেন? জেনে নিন বিস্তারিত

KKR vs RCB Tickets: ইডেন গার্ডেন্সে আগামী আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে সেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। আইপিএলের টিকিট কীভাবে কাটবেন? ইডেনের ম্যাচের টিকিটই বা কী ভাবে পাওয়া যাবে!

KKR vs RCB: আইপিএলের শুরুতেই ইডেনে মহারণ, টিকিট কীভাবে কাটবেন? জেনে নিন বিস্তারিত
Image Credit: PTI FILE
| Updated on: Feb 17, 2025 | 5:22 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুমের মতোই। সেই আইপিএলে শুরুতেই মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। সেই মহাকাব্যিক ম্যাচ কেই বা ভুলতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কেকেআরের ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আইপিএলের টোন সেট করে দিয়েছিলেন। ২০০৮-এর পর ফের একবার এমন কিছু হবে? ইডেন গার্ডেন্সে আগামী আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে সেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। আইপিএলের টিকিট কীভাবে কাটবেন? ইডেনের ম্যাচের টিকিটই বা কী ভাবে পাওয়া যাবে!

দশ দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ মার্চ। ফাইনাল ২৫ মে। সব মিলিয়ে ৭৪টি ম্যাচ। খেলা হবে ১৩টি ভেনুতে। সূচি প্রকাশের পর থেকেই সমর্থকদের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। তেমনই যে ভেনুগুলিতে ম্যাচ রয়েছে সেখানকার এবং পার্শ্ববর্তী এলাকা এমনকি নানা শহরের ক্রিকেট প্রেমীরা এখন থেকেই হিসেব কষতে শুরু করেছেন, কোন ম্যাচ দেখতে মাঠে যাবেন। কিন্তু টিকিটও তো চাই!

ভারতীয় বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও অবধি নতুন মরসুমের টিকেটিং পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, অনলাইনে বেশ কয়েকটি প্লাটফর্মে টিকিটের ব্যবস্থা থাকতে পারে। সংশ্লিষ্ট আইপিএল টিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কেনার অপশন থাকে। তেমনই ভেন্ডর প্লাটফর্ম যেমন বুক মাই শো, পেটিএম, জোম্যাটো ইনসাইডারে অনলাইনে টিকিট কাটা যেতে পারে।

অনেক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই প্রি-বুকিং সিস্টেমও শুরু করে দিয়েছে। সকলের জন্য় টিকিট বিক্রি শুরুর আগে যাতে সমর্থকদের একাংশ অগ্রাধিকার পায় এর জন্য ৭-২০ ফেব্রুয়ারি প্রি বুকিংয়ের ব্যবস্থা রেখেছে অনেক ফ্র্যাঞ্চাইজি।

এরপরই যে প্রশ্ন আসে, টিকিটের দাম কত হতে পারে? ম্যাচ ভেনু অনুযায়ী টিকিটের দাম ভিন্ন হয়। তেমনই কোনও কোনও ম্যাচের গুরুত্ব অনুযায়ীও টিকিটের দামের হেরফের হয়। তবে আগের মরসুমগুলোর থেকে একটা আনুমানিক হিসেব করাই যায়। সবচেয়ে কম টিকিটের দাম হতে পারে ৮০০-১৫০০ টাকা। প্রিমিয়াম টিকিট হতে পারে ২০০০-৫০০০ টাকা। ভিআইপি এবং এক্সিকিউটিভ বক্স টিকিট ৬০০০-২০,০০০ টাকা। কর্পোরেট বক্সের টিকিটের দাম হতে পারে ২৫ থেকে ৫০ হাজারের মতো।

যেটা বলা হল, ভেনু অনুযায়ী বদল হতে পারে। যেমন কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স। এখানকার টিকিটের দাম অনেক সময় ৫০০-৬০০ টাকাও থাকে। এ বারও হয়তো সবচেয়ে কম এই দামও হতে পারে।