মুম্বই: বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই প্রকাশ করা হবে আইপিএলের (IPL 2022) চূড়ান্ত সূচি। বোর্ড (BCCI) সূত্রে খবর গোটা সূচি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে দেওয়া হবে চূড়ান্ত শিলমোহর। পাশাপাশি প্লে-অফ পর্বের খেলা কোথায় হবে সেটা নিয়েও সিদ্ধান্ত হবে বৃহস্পতিবারের বৈঠকে। আমদাবাদ প্লে-অফ আয়োজনের দৌড়ে সবার আগে। তবে কয়েকটি বিষয় নিয়ে এখনও আলোচনা করে নিতে চান গভর্নিং বডির সদস্যরা। এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত তাতে মার্চের ২৬ তারিখ থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের বিলিয়ান ডলার লিগ। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ মে। এবারের লিগে দুটি নতুন দল এসেছে। তাই ম্যাচের সংখ্যাও বেড়েছে। সেই সব বিষয় মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে বলে খবর। পাশাপাশি কোভিড সংক্রমণ ক্রমাগত নিম্নমুখী হলেও এখনই গোটা দেশে জুড়ে টুর্নামেন্ট আয়োজন করতে চান না আয়োজকরা। তাই লিগ পর্বের খেলার হওয়ার কথা মহারাষ্ট্রে (Maharashtra)। আর ফাইনাল ও প্লে-অফের খেলা আমদাবাদে হওয়ার কথা।
গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের জন্য মারাষ্ট্রের চারটি মাঠকে বেছে নেওয়া হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium), ডিওয়াই পাটিল স্টেডিয়াম (DY Patil Stadium), সিসিআই ব্রেবোর্ন স্টেডিয়াম এবং পুণের এমসিএ স্টেডিয়ামে হওয়ার কথা গ্রুপ পর্বের ম্যাচ। মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে হবে লিগ পর্বের ৫৫টি ম্যাচ। ১৫টি ম্যাচ হবে পুণের এমসিএ স্টেডিয়ামে। সূচিতে সব দলকে সমান প্রাধান্য দিতে ও ব্যালেন্স বজায় রাখতে সব দলকে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটি স্টেডিয়ামে চারটি করে ম্যাচ এবং ব্রেবোর্ন স্টেডিয়াম ও পুণের এমসিএ স্টেডিয়ামে প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ।
বৃহস্পতিবারের আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক, লিগের পূর্ণাঙ্গ সূচি। দুই, গ্রুপ পর্বের সব ম্যাচের মাঠ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তিন, প্লে-অফের ম্যাচ কোথায় হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। এই দৌড়ে সবার আগে আমদাবাদের মোতের। চার, টুর্নামেন্ট শুরুর দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।
টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল ২৭ তারিখ থেকে টুর্নামেন্ট শুরুর পক্ষপাতি। কারণ ২৭ তারিখ রবিবার। সে দিন জোড়া ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তারা। যদিও বোর্ড প্রথম দিন ডাবল হেডার চায় না। তাই একদিন এগিয়ে ২৬ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু করতে চায় বোর্ড। ২৭ তারিখ চ্যানেলের দাবি মত ডাবল হেডা। খুব বড় বদল না হলে প্রথম দুদিনেই তিনটি ম্যাচ আয়োজন হবে এবার।
আরও পড়ুন: Rohit Sharma : টেস্ট দল নিয়ে বার্তা অধিনায়ক রোহিতের