Iran Cricket : ‘আমরা ধোনি-কোহলির ভক্ত, একটা স্টেডিয়াম গড়ে দিন’, বিসিসিআইয়ের কাছে অনুরোধ ইরানের

ক্রিকেট খেলতে চায় ইরান। আইপিএলে অংশ নিতে চান সেদেশের ক্রিকেটাররা। কারণ মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলিই তাঁদের অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ ইরানের ক্রিকেট টিম কোচের।

Iran Cricket : 'আমরা ধোনি-কোহলির ভক্ত, একটা স্টেডিয়াম গড়ে দিন', বিসিসিআইয়ের কাছে অনুরোধ ইরানের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 7:02 AM

কলকাতা : মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ফুটবল বেশ জনপ্রিয়। তা বলে দেশটিতে ক্রিকেটের চল নেই এমনটা মোটেও নয়। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু ইরানের। ২০১৭ সালে আইসিসির সহযোগী দেশের মর্যাদা পায় ইরান ক্রিকেট (Iran Cricket)। ভারতীয় ক্রিকেটের বড় ফ্যান ইরান। দেশের ক্রিকেটারদের আদর্শ মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। আইসিসি ইভেন্টে ভারতীয় দর্শকরা ছাড়াও মেন ইন ব্লু-হয়ে গলা ফাটান ইরানের ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরা। জানিয়েছেন ইরানের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট কোচ আসগর আলি। আগামী দিনে ইরানের ক্রিকেটাররা আইপিএলে খেলতে চান। কিন্তু তাঁদের গড়েপিটে নেওয়ার মতো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। চাবাহারে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তুলতে চায় ইরান। স্টেডিয়াম তৈরিতে ভারতের সাহায্য চেয়েছেন আসগর আলি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের (BCCI) কাছে তাঁর আর্জি, ‘আমাদের সাহায্য করুন’। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেট খেলতে চায়, অথচ পরিকাঠামো নেই এমন দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইরানও চায় বিসিসিআই তাদের পাশ দাঁড়াক। চাবাহারে ১০ হেক্টর জমির উপর ৪ হাজার আসন বিশিষ্ট একটি ক্রিকেট স্টেডিয়াম গড়া হচ্ছে। তবে ইরানের উপর আমেরিকার বিধিনিষেধ থাকায় স্টেডিয়াম তৈরির কাজ এখন থমকে রয়েছে। অনূর্ধ্ব ১৯ কোচ বলেছেন, “ইরানের ক্রিকেট প্রতিভা রয়েছে। যারা আন্তর্জাতিক স্তরে ভালো ক্রিকেট খেলতে পারে। কিন্তু পরিকাঠামোর অভাবে আমরা তাঁদের প্রশিক্ষণ দিতে পারছি না। আমরা চাইছি ভারত স্টেডিয়াম গড়তে সাহায্য করুক। এতে ইরানের ক্রিকেটাররা বিশ্ব দরবারে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।”

তিনি জানিয়েছেন, ইরানের ক্রিকেটারদের মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের ভিডিয়ো দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদেরকে আদর্শ করে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে জুনিয়র ক্রিকেটাররা। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আসগর আলি রেইসি বলেছেন, “ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট বিসিসিআই আমাদের ক্রিকেটার ও আম্পায়ারদের প্রশিক্ষণ দিক। যাতে আমরাও ভালো ক্রিকেট খেলতে পারি।”ইরানের ক্রিকেট কোচের এই আর্জিতে বিসিসিআই সাড়া দেয় কি না সেটাই দেখার।