T20 World Cup 2022: বিশ্বকাপে বড় অঘটন, ইংল্যান্ডকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড
সুপার-১২-র প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা। সেই হারের ক্ষত কতটা তাজা ছিল, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বুঝিয়ে দিলেন বলবির্নিরা।
মেলবোর্ন: ইতিহাসের পাতায় দুই দেশ বরাবরই যুযুধান। প্রজন্ম যতই পাল্টাক, অতীত ঠিক ফিরে আসে! খেলার মাঠে তো কথাই নেই। সেই অর্থে ধরলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি নামল দুই দেশ। ২০১০ সালে এক বার সাক্ষাৎ হয়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টিতে ওই ম্যাচ ভেস্তে যায়। ১২ বছর পরের আয়ারল্যান্ড (Ireland) এক অন্য ক্রিকেট খেলিয়ে দেশ। কেন? অঘটনের নিরিখে দেখলে এর আগে আয়ারল্যান্ড খুব একটা ছাপ রাখতে পারেনি। কিন্তু এ বারের বিশ্বকাপ (T20 World Cup 2022) আইরিশদের কাছে ‘অন্য রকম’ হতে চলেছে। তারই ইঙ্গিত মিলছে মেলবোর্নে। ইংল্যান্ডকে হারিয়ে রীতিমতো চমকে দিলেন অ্যান্ড্রু বলবির্নিরা। গ্রুপ স্টেজ ধরলে, দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ছিটকে গিয়েছে। হারিয়ে যেতে যেতে সুপার-টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা। আইরিশরা কিন্তু শুরু থেকেই চমৎকার পারফর্ম করছে। অবশ্য, সুপার-১২-র প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা। সেই হারের ক্ষত কতটা তাজা ছিল, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বুঝিয়ে দিলেন বলবির্নিরা। আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের বিবরণ তুলে ধরল TV9Bangla।
আয়ারল্যান্ড ১৫৭ (১৯.২ ওভার)
ইংল্যান্ড ১০৫-৫ (১৪.৩ ওভার)
আইরিশদের বিরুদ্ধে শুরু থেকেই পেন্ডুলামের মতো দুলছিল ইংল্যান্ডের ইনিংস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ অবধি ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরে গেলেন জস বাটলাররা। মেলবোর্নে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করে ৪ বল বাকি থাকতেই ১৫৭ রান তুলে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ও পল স্টার্লিংয়ের ওপেনিং জুটিতে ওঠে ২১ রান। দ্বিতীয় উইকেটে বলবির্নির সঙ্গে লোরকান টাকার জুটি বাঁধেন। সেই জুটিতে ৫৭ বলে ওঠে ৮২ রান। লোরকান রান আউট না হলে, এই জুটি আরও বড় রানের পার্টনারশিপ গড়তে পারত। পল স্টার্লিংয়ের (১৪) উইকেট নেওয়ার পর শূন্যে টাকারকে ফেরান মার্ক উড। ১৬ ওভারের মাথায় ছন্দে থাকা আইরিশ অধিনায়ক বলবির্নির (৬২) উইকেট তুলে নেন লিয়াম লিভিংস্টোন। এরপর আয়ারল্যান্ডে উইকেট ধ্বস নামে। মাত্র ২৫ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ফেলে আইরিশরা।
AN HISTORIC WIN FOR IRELAND ?#T20WorldCup | #IREvENG pic.twitter.com/1M0QFY3Frq
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2022
১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। জশ লিটল প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলারের (০) উইকেট। তৃতীয় ওভারে অ্যালেক্স হেলসকে (৭) ফেরান লিটল। পাওয়ার প্লে-র মধ্যে বেন স্টোকসের (৬) উইকেট তুলে নেন ফিয়ন হান্ড। শুরু থেকেই ইংল্যান্ডের ওপর চাপ বাড়াতে থাকে আইরিশরা। ১৩.১ ওভারে মালানের (৩৫) উইকেটও হারায় ইংল্যান্ড। ১৪.২ ওভারে দলগত শতরান পূর্ণ হয় ইংল্যান্ডের। বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ইংল্যান্ডের টার্গেট গিয়ে দাঁড়ায় ১১০। সেখানে ১০৫ রান তুলে আটকে যায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৫৭ (অ্যান্ড্রু বলবির্নি ৬২, লোরকান টাকার ৩৪, মার্ক উড ৩-৩৪, স্যাম কারান ২-৩১)
ইংল্যান্ড ১০৫-৫ (ডেভিড মালান ৩৫, মইন আলি, জশ লিটল ২-১৬, জর্জ ডকরেল ১-২)
৫ রানে জয়ী আয়ারল্যান্ড (ডাকওয়ার্থ লুইস নিয়মে)