কলকাতা: শুক্রবারের রাতের পর কুলদীপের (Kuldeep Yadav) কেরিয়ারে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। সেই সঙ্গে ভারতীয় দলে স্পিনারের বিকল্প নিয়েও বাড়ল দুশ্চিন্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে যা মোটেই স্বস্তি দিচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় দলে উত্থান হয়েছিল কুল-চা (Kul-Cha) জুটির। কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ঘূর্ণিতে মোহিত হয়েছিল ক্রিকেট বিশ্ব। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন কুলদীপ যাদব। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।
বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দেওয়া সেই ‘কুল-চা’ জুটির কী শেষের শুরু? শুক্র রাতের পর প্রশ্নটা জোরালো হতে শুরু করল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন কুলদীপ। সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ছাপ ফেলতে পারেননি। ওয়ান ডে-তে সুযোগ পেলেও ব্যর্থ। বেন স্টোকসের দাপটের সামনে অসহায় দেখাল চায়নাম্যানকে। এক ওভারে টানা ৩টি ছয় হজম করলেন কুলদীপ। শুধুই কি তাই! ৮ খানা ছয় হজম করলেন শুক্রবার। ১০ ওভারে দেন ৮৪ রান। আত্মবিশ্বাসের অভাব ফুটে উঠছিল কুলদীপের চোখে মুখে। গত দু’বছর ধরে আইপিএলেও ফ্লপ। রবিবার সিরিজের শেষ ওয়ান ডে-তে হয়তো এগারো জনের বাইরেই থাকছেন কুলদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে আইপিএলই শেষ সুযোগ এই বাঁ-হাতি লেগ স্পিনারের। আসন্ন আইপিএলে (IPL) আহামরি কিছু করতে না পারলে ভারতীয় দলের দরজা হয়তো বন্ধই হয়ে যাবে কুলদীপ যাদবের।
আরও পড়ুন: টোকিও গেমসে কমছে অতিথি, অনুষ্ঠানের বহরও
যুজবেন্দ্র চাহালের কাছেও অ্যাসিড টেস্ট হতে চলেছে আসন্ন আইপিএল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ৩টে ম্যাচ খেলার পরই চাহালকে বসিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ৩টে ম্যাচের একটাতেও ছাপ ফেলতে পারেননি লেগস্পিনার। চাহালের পরিবর্তে রাহুল চাহারকে খেলালে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টিতেই নজর কাড়েন তিনি। কুলদীপ-চাহালের অফ ফর্ম চিন্তায় রাখতে বাধ্য কোহলি-শাস্ত্রীদের। কারণ দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রিস্ট স্পিনাররা অবশ্যই ফ্যাক্টর হবেন। ফলে আসন্ন আইপিএলই কুল-চা জুটির কাছে প্রমাণের মঞ্চ হতে চলেছে।