টোকিও গেমসে কমছে অতিথি, অনুষ্ঠানের বহরও

টোকিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেরও জৌলুস কমবে। বরাবর এই উদ্বোধনী গেমসের উপরেই জোর দেয় আয়োজক দেশগুলো। সে দেশের সংস্কৃতির পাশাপাশি চমকও রাখা হয়। সে সম্ভাবনাও থাকছে না এ বার।

টোকিও গেমসে কমছে অতিথি, অনুষ্ঠানের বহরও
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 1:56 PM

টোকিও: শুধু বিদেশি দর্শকই নয়, টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) কমতে চলেছে অতিথিদের সংখ্যাও। নির্বাচিত অতিথির পাশাপাশি খুব প্রয়োজনীয় লোকজন, যাঁরা গেমসের সঙ্গে নানা ভাবে জড়িয়ে থাকেন, তাঁরা ছাড়া আর কেউই এ বার ডাক পাবেন না আয়োজকদের কাছ থেকে।

অলিম্পিক মানে বিরাট যজ্ঞ। অসংখ্য মানুষের জড়িয়ে থাকা। সেলিব্রিটিদের বিশাল ভিড়। এত দিনের চেনা অলিম্পিক এ বার পাল্টে যাবে। করোনার প্রভাবে গেমসের সময় নির্বাচিত অতিথিদেরই শুধু ডাকা হচ্ছে। আইওসি (IOC) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যকরী বোর্ড ঠিক করেছে, গেমসের ক্ষেত্রে যাঁরা অত্যন্ত জরুরি ভূমিকা নেবেন, শুধু তাঁদেরই অ্যাক্রিডিটেশন দেওয়া হবে।’

আরও পড়ুন: বর্ণবৈষম্যের প্রতিবাদে নেট দুনিয়া ছাড়লেন অঁরি

অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট যেমন আকর্ষণীয় দর্শকদের কাছে, তেমনই বিভিন্ন তারকাদের ঘিরে নানা অনুষ্ঠানও হয়। যা দেখার জন্য ভিড় করেন সাধারণ মানুষ। ওই রকম কোনও অনুষ্ঠান হবে কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে। অন্তত আইওসি এমন কোনও অনুষ্ঠান চাইছে না, যেখানে ভিড় জমতে পারে। আইওসির বিবৃতি অনুযায়ী, গেমসে যেমন অতিথিদের ভিড় কমবে, তেমনই অনেক অনুষ্ঠানেও কাটছাঁট করা হবে। আর সেটা অতিথিদের অনুষ্ঠানের ক্ষেত্রেও হবে।

টোকিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেরও জৌলুস কমবে। বরাবর এই উদ্বোধনী গেমসের উপরেই জোর দেয় আয়োজক দেশগুলো। সে দেশের সংস্কৃতির পাশাপাশি চমকও রাখা হয়। সে সম্ভাবনাও থাকছে না এ বার।