
কলকাতা: প্লে-অফে যাওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছে গত বছরের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। চেষ্টা ভরপুর থাকলেও ভাগ্য সহায় হয়নি হায়দরাবাদের। দুরন্ত বোলিংয়ে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে কম রানের মধ্যে আটকেও রেখেছিল। কিন্তু ব্যাট করার সুযোগই পেল না অরেঞ্জ আর্মি। প্লে-অফে যাওয়ার স্বপ্ন চুরমার করে দিল বৃষ্টি। তবে এই ম্য়াচেই এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন হায়দরাবাদ কিপার ঈশান কিষাণ। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে যা কোনওদিন হয়নি।
গতকাল অর্থাৎ সোমবার রাতে দিল্লির বিরুদ্ধে ম্যাচেই এই রেকর্ড। হায়দরাবাদের হয়ে আগের ম্যাচগুলো খেলেছেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। প্রথমবার কিপারের দায়িত্ব পেয়েছিলেন ঈশান। আগুন ঝরানো বোলিংয়ে দিল্লির ব্যাটিং আক্রমণকে বিধ্বস্ত করে দেন প্য়াট কামিন্স। প্রথম, তৃতীয় এবং পঞ্চম ওভারের তিনটি ওভারেই প্রথম বলেই উইকেট তুলে নেন। ডাগআউটে ফিরিয়ে দেন করুণ নায়ার, ডু প্লেসি ও অভিষেক পোড়েলকে। প্রতিটিই কট বিহাইন্ড।সেই ক্যাচ নিয়েই রেকর্ড গড়ে ফেলেছেন ঈশান।
আট ওভারের মধ্যে ৫ উইকেট খুইয়ে মাত্র ৩০ রান করে দিল্লি। ৮ নম্বর ওভারেও জয়দেব উনাদকাটের বলে লোকেশ রাহুলের ব্য়াটে লেগে ক্যাচ যায় ইশানের কাছে। ওই ক্যাচটিও সফলতার সঙ্গে ধরেন তিনি। কিপার হিসেবে বিপক্ষের প্রথম চার ব্যাটারের ক্যাচ নিয়েই রেকর্ড গড়েছেন ঈশান। আইপিএলের এক ইনিংসে ৪ বা তার বেশি ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ঈশান কিষাণ ২৭তম ক্রিকেটার। কিপার হিসেবে এই কীর্তিতে ১৩তম। কিন্তু যে রেকর্ড কারও নেই।
আইপিএলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি বিপক্ষের ব্য়াটিং অর্ডারের প্রথম চার ব্যাটারের ক্যাচ নিয়েছেন। এর আগে কেকেআরের হয়ে মর্নি ভ্য়ান উইক ও অ্যাডাম গিলক্রিস্ট প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনের ক্য়াচ নিয়েছিলেন। সকলকে ছাপিয়ে নতুন রেকর্ড ঈশান কিষাণের। তাঁর এই রেকর্ডের কাছাকাছি রয়েছেন, ডু প্লেসি। বিপক্ষ দলের ২,৩,৪,৫ নম্বরে আসা ব্য়াটারদের ক্যাচ নিয়েছিলেন ফাফ। ভবিষ্যতেও ঈশানের এই রেকর্ড ভাঙা আপাত দৃষ্টিতে কঠিনই মনে হচ্ছে। রোজ রোজ প্রতিপক্ষের টপ ফোর ব্যাটারের ক্যাচই আসবে একজনের কাছে, এমনটা কালে-ভদ্রে ছাড়া সম্ভব নয়।