Ishan Kishan: রঞ্জিতে ক্যাপ্টেন্স নকের পর জাতীয় দলে কামব্যাকের দরজায় ঈশান কিষাণ

Team India: বর্তমানে ঈশান কিষাণ খেলছেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy)। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যাপ্টেন নক দেখা গিয়েছে ঈশানের। এরপরই শোনা যাচ্ছে জাতীয় দলে কামব্যাকের দরজায় কড়া নাড়ছেন ঈশান কিষাণ।

Ishan Kishan: রঞ্জিতে ক্যাপ্টেন্স নকের পর জাতীয় দলে কামব্যাকের দরজায় ঈশান কিষাণ
রঞ্জিতে ক্যাপ্টেন্স নকের পর জাতীয় দলে কামব্যাকের দরজায় ঈশান কিষাণ

Oct 19, 2024 | 9:45 AM

কলকাতা: ঈশান কিষাণের (Ishan Kishan) চব্বিশ সালটা কেমন কাটছে? এই প্রশ্ন তাঁর সামনে রাখা হলে উত্তরটা অনেক বড় হতে পারে। গত মরসুমের রঞ্জি ট্রফিতে খেলেননি ঈশান। বোর্ডের কড়া নির্দেশ ছিল তাঁর জন্য যে, রঞ্জিতে খেলতেই হবে। সেই সময় ভারতের কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার বার্তা দিয়েছিলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারকে। কিন্তু সেই নির্দেশ মানেননি ঈশান। এরপর বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। তাঁর কপালে জোটে ‘অবাধ্য’ ক্রিকেটারের তকমা। তারপর এ বছর আইপিএলে খেলেছেন। বুচি বাবু টুর্নামেন্টে খেলেছেন। দলীপ ট্রফিতেও খেলেছেন। বর্তমানে খেলছেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy)। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্যাপ্টেন নক দেখা গিয়েছে ঈশানের। এরপরই শোনা যাচ্ছে জাতীয় দলে কামব্যাকের দরজায় কড়া নাড়ছেন ঈশান কিষাণ।

সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ঈশান কিষাণের জাতীয় দলে ওয়াপসি হতে পারে ভারতের অস্ট্রেলিয়া সফরে। ভারত-এ দলের হয়ে ডনের দেশে সফরে যেতে পারেন ঈশান। অজিভূমে ২টো টেস্ট খেলবে ভারত-এ টিম। যার প্রথম ম্যাচ ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর। আর দ্বিতীয় ম্যাচ ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর। ভারত-এ টিমের এই অজি সফরে ঋতুরাজ গায়কোয়াড় বা অভিমন্যু ঈশ্বরণকে দলেক ক্যাপ্টেন করা হতে পারে। বাংলার ক্রিকেটার অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছেন। ধারাবাহিক রান করছেন। কয়েকদিন আগে এও শোনা গিয়েছিল, রোহিত শর্মা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারবেন না। তেমনটা হলে অভিমন্যু ঈশ্বরণকে ভারতের হয়ে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ওপেনিংয়েও দেখা যেতে পারে।

ভারত-এ টিমের অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য স্কোয়াড — ঋতুরাজ গায়কোয়াড়, অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাড়িক্কাল, সাই সুদর্শন, বাবা ইন্দ্রজিৎ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), মুকেশ কুমার, রিকি ভুঁই, নীতীশ কুমার রেড্ডি, মানব সুতার, নভদীপ সাইনি, খলিল আহমেদ, তনুষ কোটিয়ান ও যশ দয়াল।