Ishan Kishan: ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা

Oct 25, 2024 | 7:30 PM

India A Team Australia Tour: ঈশান কিষাণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি রিকি ভুঁই, অভিষেক পোড়েল ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। আর অপর ছবিটি অজি সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সিটে বসে থাকা নিজের।

Ishan Kishan: ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা
ঈশান কোণে আলো! মা-ঠাকুমার স্নেহের চুম্বনে সুদিনের প্রার্থনা

Follow Us

কলকাতা: বোর্ডের নির্দেশ অবাধ্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। আইপিএল খেললেও জাতীয় দলের রাস্তা বন্ধ ছিল। এ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। দলীপ ট্রফি, রঞ্জি ট্রফিতে খেলেছেন। অবশেষে ভারত এ-দলে সুযোগ মিলেছে। অস্ট্রেলিয়া সফরে ভারতের এ দলে সুযোগ পাওয়া মানেই আশার আলো। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে সিনিয়র টিমে প্রত্যাবর্তন হতে পারে ঈশান কিষাণের (Ishan Kishan)। সেই সফরে যাওয়ার আগে মা-ঠাকুমার থেকে তিনি পেলেন স্নেহের চুম্বন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঈশান কিষাণের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, নিজের বাড়ি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য গাড়িতে উঠছেন তিনি। সেই সময় গাড়ির কাছে এসে ঈশানের কপালে প্রথমে স্নেহের চুমু দেন তাঁর মা। তার ঠিক পরেই ঠাকুমা তাঁর কাছে এসে চুমু দেন। ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ঈশানের গলা জড়িয়ে ধরেন তাঁর ঠাকুমা। এরপর এগিয়ে যায় তাঁর গাড়ি। মা-ঠাকুমারা হয়তো স্নেহের চুম্বন দিয়ে সুদিনের প্রার্থনাই করেছেন।

ঈশান কিষাণের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, তিনি দুটি ছবি শেয়ার করেছেন। প্রথমটিতে রিকি ভুঁই, অভিষেক পোড়েল ও প্রসিধ কৃষ্ণার সঙ্গে বসে রয়েছেন তিনি। আর অপর ছবিটিতে দেখা যায় অজি সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সিটে বসে রয়েছেন তিনি।

সদ্য ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে রেলওয়েজ়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান কিষাণ। এ বার ডনের দেশে ভারত-এ টিমের হয়ে তাঁর জ্বলে ওঠার অপেক্ষা। সেখানে ভালো খেললে আবার সিনিয়র টিমে জায়গা ফিরে পেতে পারেন ঈশান। দেশের জার্সিতে এখনও অবধি ঈশান খেলেছেন ২টি টেস্ট, ২৭টি ওডিআই ও ৩২টি টি-টোয়েন্টি।