AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishant Sharma: ইশান্তের পরিবারে খুশির হাওয়া, আসছে নতুন সদস্য

ভারতীয় তারকা ক্রিকেটার ইশান্ত শর্মার পরিবারে খুশির হাওয়া। তাঁর পরিবারে আসছে নতুন সদস্য।

Ishant Sharma: ইশান্তের পরিবারে খুশির হাওয়া, আসছে নতুন সদস্য
Ishant Sharma: ইশান্তের পরিবারে খুশির হাওয়া, আসছে নতুন সদস্য
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 4:40 PM
Share

নয়াদিল্লি: বড় হতে চলেছে ভারতীয় তারকা ক্রিকেটার ইশান্ত শর্মার (Ishant Sharma) পরিবার। বাবা হতে চলেছেন ইশান্ত শর্মা। তাঁর স্ত্রী, প্রতিমা সিং (Pratima Sharma) সন্তানসম্ভবা। ইশান্ত ও প্রতিমার প্রথম সন্তান আসতে চলেছে এই দুনিয়ায়। প্রতিমা ভারতের মহিলা জাতীয় বাস্কেটবল দলের সদস্য। সদ্য ইশান্তের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। ইন্সটাগ্রাম মারফত জানা গিয়েছে, বাবা-মা হতে চলেছেন ইশান্ত ও প্রতিমা। আইপিএলে ইশান্ত খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাদের সোশ্যাল মিডিয়াতেও ইশান্ত ও প্রতিমার প্রথম সন্তান আসার খবর জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন ইশান্ত ও প্রতিমা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ইশান্ত ও প্রতিমার মিষ্টি ছবি। তাতে ইশান্ত হাতে ধরে রেখেছেন ‘ড্যাড টু বি’ কার্ড এবং প্রতিমার হাতে রয়েছে ‘মম টু বি’ কার্ড। প্রতিমার বোন আকাঙ্খা ইন্সটাগ্রামে ইশান্তের সঙ্গে তাঁর দিদির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে বাস্কেটবল প্লেয়ার আকাঙ্কা লেখেন, ‘আমার প্রিয় প্রতিমা এবং ইশান্তকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত তোমরা দারুণ অভিভাবক হবে। ছোট্ট সোনার এই পৃথিবীতে আসার অপেক্ষায় রইলাম।’

আকাঙ্খার ওই পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা সূর্যকুমার যাদবের স্ত্রী দেবিশা শেট্টি। এ ছাড়া লোকেশ রাহুলের স্ত্রী ও বলিউড তারকা আথিয়া শেট্টি এবং ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানের স্ত্রী রাধিকা ধোপাবকরও শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইশান্ত ও প্রতিমাকে।

নতুন সদস্য আসার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইশান্ত-প্রতিমা, তা বেশ উপভোগ করেছেন তাঁদের পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবরা। সকলের উপস্থিতিতে কেক কেটে, জমিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডা ও গানে জমজমাট হয়েছে ইশান্ত ও প্রতিমার বাড়ির অনুষ্ঠান।