ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণের রিটেনশন তালিকা প্রকাশ করে দিয়েছে দশটি ফ্র্যাঞ্চাইজিই। রিটেনশন এবং রাইট টু ম্যাচ কার্ড (RTM) মিলিয়ে ছ’জন নেওয়া যেত। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৬ জন করে রিটেন করেছে। পঞ্জাব কিংস মাত্র দু-জনকে রিটেন করেছে। তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রেখেছে তিনজনকে। বিরাট কোহলি, রজত পাতিদার এবং আনক্যাপড বাঁ হাতি পেসার যশ দয়ালকে। রিটেনশনের পরই আন্দাজ করা হচ্ছে, তা হলে কি আরসিবির ক্যাপ্টেন হিসেবে ফিরতে দেখা যাবে বিরাট কোহলিকে? আরসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর।
বিরাট কোহলিকে ২১কোটি টাকায় রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকেই ক্যাপ্টেন করা হবে কিনা, তা অবশ্য নিশ্চিত করা হয়নি। তবে রিপোর্ট তেমনই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় রিটেন করা হয়েছে বিরাট কোহলিকেই। সঞ্জয় মঞ্জরেকর অবশ্য মনে করেন না বিরাট কোহলি টি-টোয়েন্টিতে মহান কোনও ব্যাটার। আইপিএলের গত সংস্করণে অবশ্য সবচেয়ে বেশি রান এসেছিল বিরাট কোহলির ব্যাটেই।
আরসিবির সিদ্ধান্ত নিয়ে স্টার স্পোর্টসে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘একজন ফ্যান হিসেবে প্রশ্ন করতে চাই। ভুলে যান নামটা বিরাট কোহলি। এ বার ওর পারফরম্যান্সের কথা ভাবুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওর পারফরম্যান্স দেখুন। ওর ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির পরিসংখ্যান ভাবুন। তারপর ভাবুন, ওকে আবারও ক্যাপ্টেন করার সিদ্ধান্ত ঠিক হবে কিনা। গত আইপিএলে ওর স্ট্রাইকরেট ছিল ১৫০-র মতো। তার আগে ১১০-১২০।’