Sunil Gavaskar: মিডল অর্ডারে এই দু-জনের লড়াই, মনে করছেন গাভাসকর

Cricket World Cup Squad: বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর রোহিত অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, প্রয়োজনে ঈশান এবং রাহুলকে একসঙ্গে একাদশে রাখা হতে পারে। পরিস্থিতি, প্রতিপক্ষ সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

Sunil Gavaskar: মিডল অর্ডারে এই দু-জনের লড়াই, মনে করছেন গাভাসকর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 2:02 AM

কলকাতা: বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তেমনই নানা প্রশ্নও উঠছে। ১৫ সদস্যের দলে নেই কোনও অফস্পিনার। পার্টটাইমার হিসেবেও সেই বিকল্প নেই। অনেকেই মনে করছেন, তরুণ অলরাউন্ডার তিলক ভার্মাকে সুযোগ দেওয়া যেত। মিডল অর্ডারে যেমন একজন বাঁ হাতি ব্যাটার পাওয়া যেত, তেমনই অফস্পিনারের বিকল্প থাকত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের অবশ্য স্বচ্ছ ধারনা রয়েছে, সেরা কম্বিনেশনই বেছে নেওয়া হয়েছে। আর ১৫ জনের স্কোয়াড বাছতে হলে কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটিংয়ে নানা বিকল্প। তবে মূল লড়াইটা দু-জনের মধ্যে। এমনটাই মনে করেন দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় দলে ওয়ান ডে ফরম্যাটে কিপার-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ লোকেশ রাহুল। চোট সারিয়ে ফিরলেও বেঙ্গালুরুতে এশিয়া কাপের শিবিরে ফের চোট পেয়েছিলেন। যে কারণে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দু-ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। রবিবার সুপার ফোরের ম্যাচে ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে লোকেশ রাহুল দলের সঙ্গে যোগ দেবেন বলেই খবর। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে অনবদ্য ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। শুধু এশিয়া কাপই নয়, বিশ্বকাপেও মিডল অর্ডারে এই জু-জনকে নিয়ে সুস্থ মাথাব্যাথা টিম ম্যানেজমেন্টের।

সুনীল গাভাসকর বলছেন, ‘এশিয়া কাপের সুপার ফোরে মিডল অর্ডারে লড়াইটা হতে পারে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের মধ্যে। ঈশান কিষাণ যে ফর্মে রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ওরকম একটা ইনিংস। রাহুল এবং ঈশান দু-জনকেই যদি খেলানো হয়, সেক্ষেত্রে ঈশান কিপিং করুক সেটাই চাইব। কেন না, রাহুল সবে চোট সারিয়ে ফিরেছে। কিপিংয়ে বারবার ওঠা-নামা করতে গিয়ে বড় রকমের সমস্যায় পড়তে পারে। আমার মনে হয়, চার ও পাঁচ নম্বরে লড়াইটা মূলত শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের মধ্যে।’

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর রোহিত অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, প্রয়োজনে ঈশান এবং রাহুলকে একসঙ্গে একাদশে রাখা হতে পারে। পরিস্থিতি, প্রতিপক্ষ সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।